Kalyan Banerjee News: লোকসভার চিফ হুইপ পদ ছাড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আচমকা কেন এই সিদ্ধান্ত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kalyan Banerjee News: দলীয় সাংসদের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া থেকে শুরু করে সংসদে বিতর্কিত বাকবিতণ্ডায় বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার আচমকাই লোকসভার চিফ হুইপ পদ ছাড়লেন হুগলীর শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে আচমকা লোকসভার চিফ হুইপ পদ ছাড়ার পর নিজের এক্স হ্যান্ডেলে লম্বা চওড়া একটি বার্তা পোস্ট করেন তৃণমূলের এই বর্ষীয়াণ সাংসদ। তার ওই পোস্টে যেমন নাম না করে রয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ, তেমনই রয়েছে লোকসভার কাজকর্ম নিয়ে অভিমানের সুর।
এক্স হ্যান্ডেলে কী লিখেছেন তৃণমূলের বর্ষীয়াণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়:-
তিনি লেখেন, ''আমি চিফ হুইপ ছিলাম। যদি সমন্বয়ে সমস্যা হয়ে থাকে, তাহলে আমার থাকার দরকার কী? আমি ইস্তফা দিচ্ছি। কেউ লোকসভায় আসবেন না, দায় আমাকে নিতে হবে? কাকলিকে বলেছি, আমাকে পিছনের দিকে বসতে দিও।'' এখানেই শেষ নয় এরপর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ''দিদি বলছেন, আমি ঝগড়া করছি কেন? কেউ আমাকে গালাগাল করলে আমি চুপ করে থাকব?''
উল্লেখ্য, সম্প্রতি একাধিক ইস্যুতে চরমে পৌঁছেছে তৃণমূলের দুই সাংসদের দ্বন্ধ। প্রকাশ্যে একে অপরকে কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণ-মহুয়া। সোমবার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দলীয় সাংসদদের একে অপরের সঙ্গে অভব্য আচরণে উষ্মা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই আচমকা বিকেলে লোকসভার চিফ হুইপ পদ থেকে ইস্তফা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বলেন, ''কাকলিকে বলেছি লোকসভায় পিছনের দিকে আসনে তাকে বসতে দিতে।''
এদিকে বর্ষীয়াণ তৃণমূল সাংসদের মান ভাঙাতে সন্ধ্যাবেলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের সাংসদকে আচমকা এরকম সিদ্ধান্ত নিতে নিষেধ করেছেন অভিষেক। এমনকি তিনি আগামী ৭ অগাস্ট দিল্লিতে যাবেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। কল্যাণ যেন ততদিন চিফ হুইপের কাজ চালিয়ে যান সেই বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


