CV Anand Bose News: নতুন বছরে কৃষিক্ষেত্র থেকে শুরু পর্যটন। বাংলার উন্নয়নে জোর দিতে এবার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের কথা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কী কী নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
CV Anand Bose News: বিকশিত ভারতের স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি বিস্তৃত ভিশন ডকুমেন্ট প্রকাশ করলেন রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোস। ‘শান্তি-শুদ্ধি-সমৃদ্ধি – রোডম্যাপ ফর বিকশিত বাংলা’ শীর্ষক এই অ্যাকশন প্ল্যানে রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ১১টি গুরুত্বপূর্ণ মিশনের কথা তুলে ধরা হয়েছে।
গত তিন বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মত বিনিময়ের অভিজ্ঞতার ভিত্তিতে এই রোডম্যাপ তৈরি করা হয়েছে বলে জানান রাজ্যপাল। তাঁর কথায়, বাংলার মানুষ চান তাঁদের প্রিয় রাজ্য উন্নতির শিখরে পৌঁছক এবং বিকশিত ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠুক।
ভিশনের মূল স্তম্ভ
এই রোডম্যাপের কেন্দ্রে রয়েছে শান্তি, স্বচ্ছতা ও সমৃদ্ধি। গ্রামোন্নয়ন থেকে শুরু করে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহণ, পর্যটন, সংস্কৃতি ও সুশাসন—সব ক্ষেত্রেই একটি সমন্বিত উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়েছে।
‘মিশন বন্দে মাতরম’
গ্রাম সমৃদ্ধি অভিযান, যুব কর্পস, মোবাইল ডিজিটাল ক্লাসরুম, স্বাস্থ্যশিবির, রাজ্যব্যাপী সঙ্গীত উৎসব, গ্রিন আর্মি, হেরিটেজ ট্রেল, নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন কর্মসূচি—এই মিশনের আওতায় একাধিক উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে।
কৃষি ও গ্রামোন্নয়ন
‘আমার মাটি, আমার চাষি’ এবং ‘আমার গ্রাম, আমার গর্ব’ মিশনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিক চাষাবাদ, কোল্ড চেইন, কৃষিভিত্তিক উদ্যোক্তা গড়ে তোলা এবং গ্রামকে স্বনির্ভর ইকো-ভিলেজে রূপান্তরের লক্ষ্য নেওয়া হয়েছে।
পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষা
‘গ্রেট বাংলা ট্রেল’-এর মাধ্যমে রাজ্যকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘স্বাস্থ্য বাংলা’ মিশনে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা ও টেলি-মেডিসিন নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ‘শিক্ষা শক্তি’ মিশনে বাংলাকে ভারতের জ্ঞান রাজধানী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যুবশক্তি ও কর্মসংস্থান
যুবসমাজকে বৈশ্বিক কর্মশক্তিতে পরিণত করতে দক্ষতা উন্নয়ন, স্টার্ট-আপ সহায়তা এবং প্রতিটি জেলাকে বিশেষ দক্ষতার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তাব রয়েছে।
সুশাসন ও সামাজিক সুরক্ষা
পেপারলেস প্রশাসন, ই-গভর্ন্যান্স, নাগরিক রিপোর্ট কার্ডের পাশাপাশি বিধবা, প্রবীণ নাগরিক, শিশু, তফসিলি জাতি ও উপজাতি, যুব ও স্বনির্ভর গোষ্ঠীর জন্য একাধিক সরাসরি আর্থিক সহায়তা প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়েছে।
রাজ্যপাল এই ভিশন ডকুমেন্টকে ‘মানুষের পরিকল্পনা’ হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষের মতামত ও প্রস্তাব আহ্বান করেছেন। তাঁর মতে, মানুষের অংশগ্রহণেই বিকশিত বাংলার স্বপ্ন বাস্তবায়িত হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


