সংক্ষিপ্ত
আগামী কয়েকদিনে কিছুটা ওঠানামা করলেও মূলত ঊর্ধ্বমূখীই থাকবে শহরের তাপমাত্রা। ভ্যালেনটান্স উইকের শুরু থেকেই শহরে শীতের প্ভাব কমতে শুরু করে।
ভ্যালেনটাইন্স উইকের শুরু থেকেই বাড়ছে গরম। গত কয়েকদিন ধরেই থমকেছে উত্তুরে হাওয়ার শিরশিরানি। কনকনে শীতের দিন পেরিয়ে এবার বসন্তের আমেজ বাতাসে। বঙ্গ থেকে এবার পাকাপাকিভাবে শীতের বিদায় বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহ জুড়ে ক্রমেই বাড়বে শহরের তাপমাত্রা। থাকবে কুয়াশার প্রভাবও। অর্থাৎ সংক্রান্তি সরস্বতী পুজোর পর এবার গরমেই কাটবে ভালোবাসার দিনও। মঙ্গলবারের তুলনায় আরও খানিকটা বাড়ল শহরের তাপমাত্রা। আগামী কয়েকদিনে কিছুটা ওঠানামা করলেও শহরের তাপমাত্রা মূলত ঊর্ধ্বমূখীই থাকবে। ভ্যালেনটান্স উইকের শুরু থেকেই শহরে শীতের প্রভাব কমতে শুরু করে।
মঙ্গলবারের তুলনায় আরও দু'ডিগ্রি বেড়েছে শহরের তাপমাত্রা। বাতাসে জ্বলীয় বাষ্পের কারণে ভোরের দিকে কুয়াশার প্রভাবও থাকছে। গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে বাড়ছিল কলকাতা-সহ জেলার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় আরও বেড়ে দাঁড়াল ১৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির আশেপাশে। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল শহর। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশই পাবে শহরবাসী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ।
ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা পারদ ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মঙ্গলবারই তা বেড়ে হয়েছে ১৭ ডিগ্রি। বুধবার তাপমাত্রায় বিশেষ পরির্তন না এলেও সপ্তাহজুড়ে উপরের দিকেই তাপমাত্রা। মঙ্গল্বার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সকাল থেকেই কুয়াশার প্রভাব থাকবে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশার প্রভাবও। সারাদিন মূলত মেঘমুক্ত পরিষ্কার আকাশই দেখবে শহরবাসী। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। চলতি সপ্তাহে ক্রমেই বাড়বে শহরের তাপমাত্রা। এই সপ্তাহে শররের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আগামী কয়েকদিন কুয়াশার প্রভাব থাকবে বলেই জানা যাচ্ছে।
আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের তাপমাত্রার তেমন হেরফের হবে না। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি আছে। আগামী তিনদিন সকালের দিকে কুয়াশা থাকতে পারে। আগামী চারদিন দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকার কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা গত কয়েক দিন ধরে বেশ খানিকটা কমে গেছে। বর্তমানে স্বাভাবিকের থেকে এক থেকে কোথাও কোথাও তিন ডিগ্রি কম চলছে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী তিন দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই।
আরও পড়ুন -
এই দিন থেকে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারিখ জানিয়ে দিল পর্ষদ
রাজ্য থেকে পাকাপাকিভাবে বিদায় শীতের, চলতি সপ্তাহে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, থাকবে কুয়াশার প্রভাবও