আবহাওয়ার বিরাট পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের, কবে থেকে বিদায় নেবে শীত?
ফেব্রুয়ারির শুরুতেই তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগামী দুই দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে পারে। তবে শীতের বিদায় নিয়ে সংশয় রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি।

ফেব্রুয়ারির শুরুতেই আবহাওযার বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। হঠাৎ করে বেড়েছে তাপমাত্রার পারদ।
তবে কি বিদায় নিল শীত? এদিকে আবার কখনও কখনও অনুভূত হচ্ছে ঠান্ডা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে আগামী দুই দিনের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
তবে এই শীতল আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে পারদ হবে উর্ধ্বমুখী।
সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা থাকলেও কনকনে শীত আর অনুভূত হবে না বলে খবর।
এদিকে আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সেখানের আবহাওয়াও বিরাট পরিবর্তন হতে চলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি একেবারে বিদায় নেবে শীত।
চলতি মাস জুড়ে কুয়াশা ও গুমোট আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে বাড়তে থাকবে গরমের পারদ। বৃহস্পতিবারের পর থেকে বদল হতে থাকবে আবহাওয়া।
তেমনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সময়। উত্তর ও দক্ষিণবঙ্গে কোথাওই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ কলকাতার আবহাওয়া সর্বোচ্চ ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২১ ডিগ্রি থাকবে বলে জানা গিয়েছে।