সংক্ষিপ্ত
রবিবার সরাসরি কংগ্রেসকে তোপ দাগেন তিনি। অখিলেশের অভিযোগ,'আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করত কংগ্রেস। এখন সেই কাজ বিজেপি করে।'
২৪-এর নির্বাচনে কি বিরোধী জোটের মুখ মমতা? ইতিমধ্যে বিরোধী ঐক্য গঠন নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। মোদী সরকারকে সরাতে এবার কী নীতি হবে বিরোধীদের। ইতিমধ্যে লোকসভা নির্বাচন ঘিরে সলতে পাকানো শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। বিরোধী ঐক্য শক্তিশালি করতে ১৭ মার্চ দুদিনের কলকাতা সফরে এসেছিলেন উত্তরপ্রদেশের বিরোধী দলনেতা তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। কলকাতায় এসে তৃতীয় জোটের পক্ষে সওয়াল করতেও দেখা যায় তাঁকে। তৃতীয় জোটের ক্ষেত্রে কী হবে কংগ্রেসের অবস্থান? জোট থেকে কি এবার বাদ থাকবে কংগ্রেস? প্রশ্নের উত্তরে অখিলেশের সাফ জবাব,'কংগ্রেস জাতীয় দল। তাঁদের পরবর্তী পদক্ষেপ তাঁরাই নিশ্চিত করুক।' এবার প্রশ্ন উঠছে কংগ্রেস বাদ গেলে কে হবে বিরোধী জোটের মুখ? সেক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন অখিলেশ। তাঁর কথায়,'আঞ্চলিক দলগুলিকে নিয়ে একটি ফ্রন্ট তৈরির চেষ্টা অনেকেই করছেন।' পাশাপাশি রবিবার সরাসরি কংগ্রেসকে তোপ দাগেন তিনি। অখিলেশের অভিযোগ,'আগে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করত কংগ্রেস। এখন সেই কাজ বিজেপি করে।'
প্রসঙ্গত কলকাতায় এসে থেকেই ব্যস্ত সূচি সমাজবাদী পার্টির নেতার। মূলত লোকসভা নির্বাচনের আগে বাংলায় জমি শক্ত করতেই এই কলকাতা সফর বলে মনে করা হচ্ছে। কলকতায় এসে থেকেই ব্যস্ত সূচি অখিলেশের। সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতায় নামবেন অখিলেশ। এর পরই একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য পরিষ্কারভাবেই জানানো হয়েছে এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। তবে দু'দলের নেতাদের মধ্যে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
শুক্রবার ১৭ মার্চ সকাল ১০টায় কলকায় ঢোকেন সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদব। দুপুর তিনটেয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর বিকাল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরপরই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সৌম্যলোক বিশ্ব সেবা নিকেতনে যান তিনি। রাত ৮টা নাগাদ জে ডব্লু ম্যারিয়টে ফিরে যান অখিলেশ যাদব। ১৮ মার্চ সকাল ১০টায় সমাজবাদী পার্টির জাতীয় কমিটির বৈঠকে যোগ দেন তিনি। ১৯ তারিখ সকাল ১০টায় ফের সমাজবাদী পার্টির জাতীয় কমিটির অপর এক বৈঠকে যোগ দিলেন অখিলেশ। রবিবার দুপুর ১টায় সাংবাদিক সম্মেলন করলেন অখিলেশ যাদব। ১৯ তারিখই কলকাতা ছাড়বেন অখিলেশ।
আরও পড়ুন -
২৪-এর নির্বাচনে তৃণমূলের হাতিয়ার হ্যান্ডবুক, উন্নয়নের খতিয়ান সামনে রেখেই লড়বে ঘাসফুল শিবির
ডিএ ধর্নামঞ্চে আক্রান্ত নওশাদ সিদ্দিকে, 'সংখ্যালঘুদের জন্য কি করেছ'- প্রশ্ন করে ধাক্কা বিধায়ককে