সংক্ষিপ্ত
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ, কর্নাটক ও গুজরাটে বেশি পরিমাণে টিকা পাঠাচ্ছে। কোনও রাজ্যকে বেশি পরিমাণে টিকা দেওয়া নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু, সেখানে বাংলাকে বঞ্চিত হতে দেখে আমি চুপ করে থাকব না।"
রাজ্যে করোনা গ্রাফ এখন অনেকটাই নিম্নমুখী। এদিকে দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই দ্রুত টিকাকরণ সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টিকার আকাল দেখা দিয়েছে। এনিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে পর্যাপ্ত টিকা না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ, কর্নাটক ও গুজরাটে বেশি পরিমাণে টিকা পাঠাচ্ছে। কোনও রাজ্যকে বেশি পরিমাণে টিকা দেওয়া নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু, সেখানে বাংলাকে বঞ্চিত হতে দেখে আমি চুপ করে থাকব না।"
"
মমতার অভিযোগ, টিকার জোগানে ঘাটতি নিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন তিনি। দিল্লি সফরে গিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টিকার কথা জানিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, তারপরও সমস্যার সমাধান হয়নি। করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে প্রচুর পরিমাণ টিকার প্রয়োজন ছিল সেখানে টিকা পাওয়া যায়নি। আর সেই কারণেই হাজার হাজার মানুষ প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, "দেশবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার বিষয়টি প্রথম কেন্দ্রের নজরে এনেছিল বাংলা। কিন্তু দীর্ঘ সময় কেন্দ্রের তরফে তার কোনও জবাব পাওয়া যায়নি। এমনকী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে টিকা নির্মাণকারী সংস্থাগুলি থেকে সরাসরি টিকা কেনার জন্য কেন্দ্রের থেকে অনুমতি চেয়েছিল রাজ্য। সেই আবেদনেরও কোনও জবাব দেয়নি কেন্দ্রীয় সরকার।"
আরও পড়ুন- শুভেন্দুর গড়ে ভাঙন, নন্দীগ্রামে বিজেপি থেকে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
আরও পড়ুন, ওড়নার আড়ালেই চলত মাদক পাচার, বারুইপুরে ১ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার মহিলা
এরপর টিকাকরণ নিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির ছবিটা চিঠিতে তুলে ধরেন মমতা। তিনি লেখেন, "বাংলায় এই মুহূর্তে প্রতি দিন ৪ লক্ষ টিকাকরণ হচ্ছে। তবে রাজ্য প্রতি দিন ১১ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা রাখে। টিকার ঘাটতি থাকায় তুলনায় কম টিকা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৩ কোটি ৮ লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথম টিকা পেয়েছেন ২ কোটি ২০ লক্ষ মানুষ। দ্বিতীয় টিকা পেয়েছেন ৮৮ লক্ষ ৯৩ হাজার মানুষ। পশ্চিমবঙ্গে টিকা সব থেকে কম নষ্ট হয়েছে।" আর সেখানেই বিজেপি শাসিত রাজ্যগুলিকে কেন্দ্র বেশি টিকা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।