দার্জিলিং চিড়িয়াখানায় বাড়ল রেড পান্ডা পরিবারের সদস্য সংখ্যা। সন্তানের জন্ম দিয়ে মা হল রেডপান্ডা ইয়েশি। মা এবং বাচ্চা দুজনেই এখন ভালো আছে। এই রেড পান্ডা একটি বিলুপ্ত প্রায় প্রজাতির পান্ডা। চিড়িয়াখানার কর্মীদের জানিয়েছেন, এটি তাদের জন্য একটি বড় প্রাপ্তি এবং পশ্চিমবঙ্গের জন্য গর্বের বিষয়। চিড়িয়াখানায় লাল পান্ডা এবং তুষার চিতা উভয়ের জন্য একটি অফ ডিসপ্লে প্রজনন কেন্দ্র রয়েছে বলে জানা গিয়েছে।