দেয়ালের কোণাখামচিতে লুকিয়ে থাকা পোকাগুলো অ্যাতো দিনে বোধহয় আমাকে চিনেও ফেলেছে। আমার রোগাপটকা শরীর। কথা আটকে আটকে যায়। একনাগাড়ে বলতে পারি না। পাড়ার অনেকের মতো তারাও আমাকে চিনে ফেলেছে।