অভিমুখ অনেকটাই বদল করে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় যশ(Cyclone Yaas)। পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে নবীন পট্টনায়ক প্রশাসন। ইতিমধ্যেই ওড়িশার উপকূলবর্তী চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
ধেয়ে আসছে যশ, গত কয়েকদিন ধরেই এই একটাই খবরে নজর রেখে চলেছে গোটা বাংলা। আমফানের ঠিক এক বছরের মাথায় আবারও এক ঘূর্ণিঝড়, ঠিক কতটা প্রভাব ফেলতে চলেছে বাংলায়, সকলের মনে কৌতুহল, ২০২০ স্মৃতি ফিরবে না তো! এবার সাফ জানালো আবহাওয়া অফিস, ঠিক কতটা শক্তি বাড়িয়েছে যশ।
এক বছর আগে কলকাতাকে তছনছ করেছিল ঘূর্ণিঝড় আমফান
আবারও এগিয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড়
সাইক্লোন যশ কি আমফান হয়ে উঠবে
কোথা দিয়ে যাবে ঝড়টি, জেনে নিন যশের গতিপথ