৬ ফেব্রুয়ারি শনিবার ৩ ঘন্টার ঝটিকা সফরে মালদা আসছেন জেপি নাড্ডা। সকাল ১০ টা ৫০ নাগাদ মালদায় এসে পৌঁছাবেন তিনি। এদিকে নাড্ডার রথযাত্রা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। একদিকে রথযাত্রা করবে বলে দাবি রাজ্য বিজেপির। তৃণমূল এবং রাজ্য-পুলিশ বলছে শুধু জনসভার অনুমতি রয়েছে, রথযাত্রা অনুমতি নেই। অপরদিকে রথযাত্রা ঘিরে জনস্বার্থ মামলার শুনানি শনিবার সকাল ১১টায়। মিলবে কি রথযাত্রার অনুমতি, যা শুধু এখন সময়ের অপেক্ষা। উল্লেখ্য, শনিবার মালদহের ইংরেজবাজার এবং মালদহ-এই ২ বিধানসভাতে দলীয় কর্মসূচিতে অংশ নেবেন জেপি নাড্ডা। মালদহের ডিস্কো মোড় এলাকায় প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে সহ ভোজ অংশ নেবেন তিনি। দলের কৃষক সুরক্ষা অভিযানের সমাপ্তি হবে মালদহে। বাড়ি-বাড়ি থেকে সংগ্রহ করা মুষ্টি ভিক্ষার চাল-ডাল দিয়ে তৈরি হবে খাবার। সকলের সঙ্গে সেই আহার সারবেন নাড্ডা।