শনিবারও শহরে জাঁকিয়ে শীতের সম্ভবনা এখনও নেই। কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৬ এর কাছাকাছি। তাই বলে সংক্রমণ কমবে এমন কথা কেউ করেনি। তবে শীত বেশি পড়ুক বা না পড়ুক, করোনার গ্রাসে এখনও যাচ্ছে কলকাতা সহ রাজ্য। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৯৩,৩১৬ জন। তাহলে বাংলায় একুশের দোরগড়ায় দাঁড়িয়ে কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।