শীতের মধ্যে সেরা ভ্রমণের জায়গায় চলুন হারিয়ে যাওয়া যাক। শীতের মধ্যে অনেকেই আইসক্রীম খেতে ভালবাসে, তেমনই শীতের সময়ই শীতের জায়গায় যেতেও পছন্দ করে। একে তো অপরুপ প্রাকৃতিক দৃশ্য, তার উপর স্নো ফলস। তবে শীতের সময় ঠান্ডার জায়গায় গেলে খরচটাও খুবই কম লাগে। কারণ এই সময় ঠান্ডার জায়গা অফ সিজন। কিন্তু অনেক কাপল্ই এই সময় যেতে খুব পছন্দ করেন। চলুন তাহলে সেই সেরা নস্টালজিক জায়গা গুলিতে যাওয়া যাক, জেনে নেওয়া যাক সেগুলি কোথায়, কেনইবা যাবেন সেখানে।