চন্দননগরে ইতিমধ্যেই জগদ্ধাত্রী পুজো মধ্যগগণে। শনিবার থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কোথাও চোখে পড়ে কলকাতার থিম, কোথাও আবার চোখে পড়ে ডাকের সাজে সাবেকি লুকে মাতৃপ্রতিমা। তবে কৃষ্ণনগরের চিত্রটা খানিক ভিন্ন। সেখানে পুজোর আমেজ শুরু হবে মঙ্গলবার থেকেই। নবমীতেই কৃষ্ণনগর জুড়ে চলে জগদ্ধাত্রী আরাধনার পর্ব। কলকাতার ছবিটাও খানিকটা তেমনই।