সংক্ষিপ্ত
- আমের আড়ালে মাদক পাচার করতে গিয়ে ধৃত ৬
- উড়িষ্যার ভদ্রক থেকে আসছিল আম বোঝাই ট্রাক
- তল্লাশিতে নেমে তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
- সেখানে উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ কেজি মাদক
আমের আড়ালে মাদক পাচার করতে গিয়ে ধৃত ৬। উড়িষ্যা থেকে আমের পেটির আড়ালে ৫০ কেজি মাদক দ্রব্য পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৬ জন।তল্লাশিতে নেমে তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। উদ্ধার হল প্রায় ৫০ কেজি মাদক।
আরও পড়ুন, 'পাশে আছি', সোনাগাছির দুর্বার দূর্গা উৎসব কমিটির খুঁটি পুজোতে মদন মিত্র
উড়িষ্যার ভদ্রক থেকে আসছিল আম বোঝাই ট্রাক। আমের পেটির তলায় লুকানো ছিল মাদক দ্রব্য। তল্লাশিতে নেমে তা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। উদ্ধার হল প্রায় ৫০ কেজি মাদক। যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। গ্রেপ্তার করা হল ৬ মাদক কারবারিকে। এদের বৃহস্পতিবার দুপুরে আলিপুর আদালতে তোলা হবে। বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের ওসি সুজয় গায়েন ও বিষ্ণুপুর থানার পুলিশ যৌথ তল্লাশিতে নেমে বিষ্ণুপুরের মলঙ্গা থেকে এদের ধরে।এই প্রসঙ্গেই এদিন ডায়মণ্ডহারবার পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন,' প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মগরাহাটে মাদক বিক্রির জন্য এরা যাচ্ছিল। অভিযুক্তদের একজন উড়িষ্যার বাসিন্দা। বাকিরা নরেন্দ্রপুর, সোনারপুর থানা এলাকার বাসিন্দা। নরেন্দ্রপুরেই মেন পান্ডার বাড়ি।'
আরও পড়ুন, টিকা না পেয়ে হারাতে বসেছে কাজ, ভ্যাকসিন-দুর্নীতিতে শিরোনামে এবার রাজারহাট
উড়িষ্যা থেকে মাদক দ্রব্য নিয়ে এসে সঙ্গীদের নিয়ে জেলার বিভিন্ন জায়গা বারুইপুর নরেন্দ্রপুর, ক্যানিং, মগরাহাট,জয়নগর বিষ্ণুপুর কুলতলিতে পাচার করত। এদের সঙ্গে আর কারা জড়িত তা পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি মগরাহাটে কাদের কাছে বিক্রির জন্য মাদক নিয়ে যাওয়া হচ্ছিল তাও পুলিশ খতিয়ে দেখছে। যে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই কারবারের সঙ্গে আরও কারা জড়িত তা তদন্ত আগে নিয়ে যাবে পুলিশ ।
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস