বিষয়টি নজরে আসে ওই সীমান্ত এলাকায় প্রহরারত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের। বিএসএফ জাওয়ানরা ঘটনা দেখে প্রথমে চমকে যায়। পরবর্তীতে সন্দেহ হতেই ধাওয়া করে জওয়ানরা। এরপর তৎপরতার সঙ্গে তিনজন ভারতীয় পাচারকারীকে আটক করা হয়।
বিএসএফের পোষাক পরে পাচারের কৌশল নিয়েছিল পাচারকারীরা। দেখলে মনে হবে ওরাও যেন সীমান্তরক্ষী । তিনজনকে আটক করতেই বেরিয়ে এল আসল ঘটনা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা নকল বন্দুক, ধারালো অস্ত্র সহ দুটি মোষ। ঘটনাস্থল মালদা জেলার হবিবপুর থানার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের পান্নাপুর সীমান্তে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় পাহারা আরও জোরদার করা হয়েছে।
বি এস এফ সুত্রে খবর, ইতিমধ্যেই ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোষগুলিকে ই-ট্যাগিংয়ের পরে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাত্রিবেলা বেশ কয়েকজন পাচারকারী বি এস এফের পোষাক পরে ভারতের সীমান্ত থেকে পাচার করছিল মোষ। বিষয়টি নজরে আসে ওই সীমান্ত এলাকায় প্রহরারত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের। বিএসএফ জাওয়ানরা ঘটনা দেখে প্রথমে চমকে যায়। পরবর্তীতে সন্দেহ হতেই ধাওয়া করে জওয়ানরা। এরপর তৎপরতার সঙ্গে তিনজন ভারতীয় পাচারকারীকে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুইটি মোষ ও দুইটি ধারালো অস্ত্রশস্ত্র। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে ধৃতদের হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য,বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারনে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সদা পাহারায় রয়েছেন ভারতীয় জওয়ানরা। দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তপ্ত পরিস্থিতিতে যাতে কোনভাবেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখন্ডে আসতে না পারে তার জন্য সজাগ বিএসএফ। ইতিমধ্যে জানা গিয়েছে চোরা চালানকারীরা বা পাচারকারীরা গুগল লোকেশন ব্যবহার করে মাদক থেকে কাফ সিরাপ সহ একাধিক জিনিসপত্র চোরাচালানে সক্রিয় হয়ে উঠেছে। এক্ষেত্রে পাচারকারীরা শীতের মরশুমে কুয়াশাকে হাতিয়ার করে আরও সক্রিয় হয়ে উঠেছে। অবৈধ অনুপ্রবেশ ও পাচার রুখতে বিএসএফের পক্ষ থেকেও বিশেষ ভাবে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। যার ফলে সীমান্ত এলাকায় প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে কয়েকগুণ। বাড়ানো হয়েছে পেট্রোলিং।
বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগকারী অফিসার শ্রী নীলৎপল কুমার পান্ডে বলেন, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে।তিনি আরও বলেন,সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।আমাদের জওয়ানরা সর্বদা সতর্ক এবং অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালানের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করতে প্রস্তুত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
