- Home
- West Bengal
- West Bengal News
- সোমবার হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল, তালিকা দিল পূর্ব রেল, ভোগান্তি কতদিনের?
সোমবার হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল, তালিকা দিল পূর্ব রেল, ভোগান্তি কতদিনের?
পূর্ব রেলের হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপন এবং অন্যান্য কাজের জন্য শনি, রবি ও সোমবার ট্রেন চলাচল ব্যাহত হয়। সোমবারও তারকেশ্বর-হাওড়া লোকাল সহ মোট ৫টি ট্রেন বাতিল হয়েছে।

নতুন বছরের শুরুতেই ভোগান্তি যাত্রীদের। হাওড়া ডিভিশনে বাতিল হল প্রায় ২০টি ট্রেন। জানুয়ারির প্রথম সপ্তাহে সমস্যায় পড়লেন যাত্রীরা। টানা তিন দিন বন্ধ থাকবে এই সব ট্রেন। যারা তারকেশ্বর লোকাল ধরে কলকাতা আসেন, সমস্যায় পড়তে চলেছেন তারা। জেনে নিন কোন কোন ট্রেন বাতিল হচ্ছে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারকেশ্বর স্টেশনে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য শনিবার ও রবিবারের মধ্যবর্তী রাত এবং রবিবার ও সোমবার মধ্যবর্তী রাতে ৪ ঘন্টা ৩০ মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক-র প্রয়োজন। তাছাড়াও আরামবাগ ও মায়াপুর স্টেশনের মধ্যবর্তী সীমিমত উচ্চতার সাবওয়ের কাজের জন্য ট্রেন বাতিলকরা হয়েছে।
শনিবার রাতে ৩টি আপ ও ডাউন ট্রেন বাতিল ছিল। রবিবার ১২টি ট্রেন বাতিল ছিল। আজ সোমবার ৫টি লোকাল বাতিল করা হয়েছে। শেষ কদিন ধরে চলছে কাজ। শনি ও রবিবার একাধিক ট্রেন বাতিল ছিল। কিন্তু ছুটির দিন থাকার কারণে সেভাবে সমস্যা হয়নি যাত্রীদের। কিন্তু, আজ সোমবারও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
আজ সোমবার ব্রিজ স্থাপনের জন্য একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। তালিকায় আছে ৩৭৩১২ তারকেশ্বর হাওড়া লোকাল, ৩৭৪১৪ তারকেশ্বর শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৩ শেওড়াফুলি তারকেশ্বর লোকাল, ৩৭৪০১ তারকেশ্বর গোঘাট লোকাল, ৩৭৪০১ গোঘাট তারকেশ্বর লোকাল বাতিল করা হয়েছে।
ট্রেন বন্ধ থাকার কথা আগেই জানিয়েছিল পূর্ব রেল। প্রকাশ করা হয়েছিল তালিকা। আজ মূলত তারকেশ্বর লাইনে ট্রেন বাতিল করা হয়েছে। ব্রিজ স্থাপনের কাজের জন্য এই সিদ্ধান্ত রেলের।

