Murshidabad News:
Murshidabad News: ধুলিয়ানে টানা বৃষ্টিতে ভিজে থাকা স্ট্রিট লাইটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু অষ্টম শ্রেণীর ছাত্রের, শোকের ছায়া পরিবারে। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিভেজা ধুলিয়ান বিধানসরণি রোডে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। স্ট্রিট লাইটের গা ঘেঁষে রাখা সাইকেল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ফরাক্কার মহাদেবনগর এলাকার কিশোর আবুল হাসান (১৩)-এর। মৃত কিশোর ধুলিয়ান হাইমাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র।
ঠিক কী ঘটেছিল?
পাশাপাশি পড়াশোনার ফাঁকে ধুলিয়ানের একটি সাইকেলের দোকানে কাজ করত সে। প্রতিদিনের মতো শুক্রবার দোকানে কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। বৃষ্টি কমতেই নিজের সাইকেল আনতে যায় স্ট্রিট লাইটের নিচে। সেখানেই ঘটে বিপত্তি। বিদ্যুতায়িত খুঁটির স্পর্শে তড়িতাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আবুল।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধুলিয়ান হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে চতুর্থ সন্তান আবুলের অকালমৃত্যুতে মা-বাবা অসহায় হয়ে পড়েছেন। সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
অন্যদিকে, বাইক চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে মালবাহী লরির ধাক্কা। সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোহী যুবকের। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর ঘোষপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে। পুলিস জানিয়েছে, মৃত ওই বাইক আরোহী যুবকের নাম তোফিদ শেখ (২২)। তিনি ভগবানগোলা থানার চরসুফি হাজীপাড়ার বাসিন্দা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভগবানগোলার দিক থেকে বাইক চালিয়ে মালদার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী দুই যুবক। একই রুটে যাচ্ছিল একটি মালবাহী লরি। ঠিক তখনই জয়কৃষ্ণপুর ঘোষপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। তীব্র আঘাতে বাইকের পেছনে বসা তোফিদ শেখ রাস্তার উপরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাইক চালক কোনোরকমে প্রাণে বেঁচে গেলেও তিনি সামান্য আহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ক্ষোভ প্রকাশ করেন। মুহূর্তের মধ্যে রাস্তায় ভিড় জমে যায় এবং বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর লরিটিকে আটক করে পুলিশ। যদিও পালিয়ে যায় চালক। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত তোফিদ শেখের পরিবারে ও গোটা চরসুফি হাজীপাড়া এলাকায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


