Cooch Behar News: কোচবিহারে চরমে তৃণমূল বনাম বিজেপি দ্বন্ধ। প্রহৃত অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Cooch Behar News: কোচবিহারের দিনহাটায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ। হামলা চালানো হয়েছিল আরও একাধিক বিজেপি কর্মীর বাড়িতে। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল বিজেপির প্রতিনিধি দল। শুক্রবার বিজেপি প্রতিনিধিদের তাড়া করা হয়। মুখ ঢাকা অবস্থায় পুরুষ-মহিলারা হামলা চালায়। বিজেপির প্রতিনিধি দলের গাড়ির কাচও ইট দিয়ে মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। 

ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় দিনহাটায়।গতকাল দিনহাটার নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি ৬ নম্বর মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মণ-সহ একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

 ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।এদিন আক্রান্তদের সঙ্গে দেখা করতে দিনহাটা পৌঁছয় বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মণ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ-সহ অন্যান্য জেলা নেতৃত্ব।

এদিন আক্রান্তদের পরিবারগুলির সঙ্গে দেখা করেন বিজেপির প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ শোনেন। আক্রান্ত পরিবারগুলি বিজেপির প্রতিনিধি দলকে অভিযোগ জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। হামলার ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা।

সেইসময়ই মুখে কাপড় বেঁধে বিজেপির প্রতিনিধি দলকে বাধা দিতে দেখা যায় একদল পুরুষ-মহিলাকে। যাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। প্রতিনিধি দলের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপি প্রতিনিধি দলের সদস্যদের সুরক্ষিতভাবে সেখান থেকে বের করে আনে।

এই নিয়ে বিজেপি বিধায়ক দীপক বর্মণ বলেন, “মুখে কাপড় বেঁধে আসা লোক যদি গ্রামবাসী হয়, তাহলে আর কী বলার আছে? ওখানে আমরা পৌঁছনোর পর বিভিন্ন এলাকা থেকে আগত বেশিরভাগ মহিলা ও পুরুষ মুখ বেঁধে আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। ঢিল মারে। পুলিশ চুপ করে দাঁড়িয়ে ছিল। আমাদের দুটো গাড়ি ভাঙচুর করা হয়েছে।” গাড়ি ভাঙচুর করা হয় বলে বিজেপির অভিযোগ। 

তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভা বলেন, “আমরা থাকাকালীন তৃণমূলের মহিলা রোহিঙ্গারা মুখ বেঁধে লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায়। ঢিল ছোড়ে। পুলিশ আমাদের সেখান থেকে যেন বের করে দিলেন বাঁচে। আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর হামলা হয়। ভাগ্য ভাল, তাঁর মুখ বেঁচেছে।”

বিজেপি মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর হামলা হয় বলে অভিযোগ মালতী রাভার।বিজেপির অভিযোগ উড়িয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “ওখানে গিয়ে মহিলাদের রোহিঙ্গা বলা হচ্ছে। যেসব মহিলারা স্লোগান দিচ্ছিলেন, তাঁদের ধাক্কাধাক্কি করেন পুরুষ সিআরপিএফ জওয়ানরা। রাজবংশী মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরা বলেন, বিজেপি শাসিত রাজ্যে আমাদের পরিবারের লোকেরা আক্রান্ত হচ্ছেন। আর আপনারা এখানে আসছেন গোলমাল পাকাতে। আগে ওগুলো সামলান।”

তৃণমূল নেতা পার্থপ্রতিম ভৌমিক যুক্তি দেন, “ভিনরাজ্যে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এদিন বিজেপি প্রতিনিধি দল পৌঁছতে ওই আক্রান্তদের বাড়ির মানুষজন তাঁদের জিজ্ঞাসা করেন, ভিনরাজ্যে যে মানুষ আক্রান্ত হচ্ছেন, আপনারা কী করছেন? আজকে দিনহাটায় আসছেন, ওই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না? কোনও বিধায়কের গাড়ি ভাঙচুর হয়নি। বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে থাকা কর্মীরা যেভাবে উচ্ছৃঙ্খল হয়েছিলেন, মানুষ তাতে ক্ষিপ্ত।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।