সংক্ষিপ্ত
North Bengal Viral Video: শীর্ষ আদালতের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন বাংলার ২৫ হাজার ৭৫৩ জন। যোগ্য-অযোগ্য বাছাই না করে একসঙ্গে এত জন শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ায় তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার। চাকরিহারাদের পাশে মানবিক ভাবে থাকারও বার্তা দিয়েছেন
North Bengal Viral Video: শীর্ষ আদালতের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন বাংলার ২৫ হাজার ৭৫৩ জন। যোগ্য-অযোগ্য বাছাই না করে একসঙ্গে এত জন শিক্ষক-শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ায় তীব্র অস্বস্তিতে রাজ্য সরকার। চাকরিহারাদের পাশে মানবিক ভাবে থাকারও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও মিটছে না ক্ষোভের আগুন।
চাকরি বাতিল ইস্যুতে রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। তোপ পাল্টা তোপে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। আর এই আবহে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গানের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভাইরাল ওই ভিডিয়োটিতে (North Bengal Viral Video) দেখা গিয়েছে একজন গায়ক গান করছেন। তাঁর গানের প্রতিটি কথায় ফুটে উঠেছে রাজ্য সরকারের দুর্নীতি। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি।
কী দেখা গিয়েছে ওই ভাইরাল ভিডিয়োতে (North Bengal Viral Video):-
ভাইরাল ভিডিয়োটিতে গান করতে দেখা গিয়েছে উত্তরবঙ্গের জনপ্রিয় রাজবংশী শিল্পী তথা গায়ক মনীন্দ্র বর্মন। তিনি চাকরিকে এভাবে দুর্নীতি নিয়ে গানে গানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিচ্ছেন। আর তার এই গানের ভিডিও এখন দারুন ভাইরাল নেটপাড়ায়। চলছে তর্ক-বিতর্কও। আসুন তাহলে একবার আপনিও দেখে নিন ঠিক কী গান করেছেন ওই শিল্পী (North Bengal Viral Video):-
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।