- Home
- West Bengal
- West Bengal News
- কল্যাণ আর মহুয়ার মধ্যে কে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে? তৃণমূলের ঝগড়া নিয়ে কী বললেন তিনি
কল্যাণ আর মহুয়ার মধ্যে কে এগিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নজরে? তৃণমূলের ঝগড়া নিয়ে কী বললেন তিনি
Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ। তিনি কল্যাণ আর মহুয়ার মধ্যে তুলনা টেনেছেন। যদিও তিনি বলেছেন, তিমি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও কথাই বলতে চান না।

তৃণমূলের গৃহযুদ্ধ
তৃণমূল কংগ্রেসের সংসদের মধ্যে তুমুল অশান্তি। হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট শেয়ার করে তেমনই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাই নিয়ে প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ঝামেলা
মূলত তৃণমূল কংগ্রেস মহুয়া মৈত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমস্যা। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন সাংসদ জড়িয়ে পড়েন। যদিও কেউ নাম প্রকাশ্যে আনেননি। মহিলা সাংসদ বলেই কথা বলা হয়েছে। তাতেই তৃণমূলের অনুমান মহুয়া মৈত্র।
নাম না করেই আক্রমণ
দলের মহিলা সাংসদকে নাম না করে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের অন্দরের কথা তিনি মহুয়া মৈত্রকে আক্রমণ করেছেন।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সাংসদ। তিনি কল্যাণ আর মহুয়ার মধ্যে তুলনা টেনেছেন। যদিও তিনি বলেছেন, তিমি তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়ে কোনও কথাই বলতে চান না।
এগিয়ে মহুয়া
অভিজিৎ জানিয়েছেন, তিনি তৃণমূলের দলীয় ব্যবস্থায় কথা বলতে চান নাা। তবে দই সাংসদের মধ্যে তিনি এগিয়ে রাখবেন মহুয়া মৈত্রকে।
অভিজিৎ বলেন
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'সাংসদ হিসেবে লক্ষ্য করেছি মহুয়া মৈত্র অত্যন্ত দক্ষতার সঙ্গেই সংসদে বক্তব্য রাখেন। তিনি প্রস্তুতি নিয়ে আসেন। '
অভিজিতের বক্তব্য
কল্যাণ আরও বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের থেকে অনেক ভাল, পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখেন মহুয়া।
সাফ কথা
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাফ কথা সাংসদ হিসেবে কল্যাণথেকে থেকে সাংসদ হিসেবে অনেকটাই এগিয়ে রয়েছেন মহুয়া মৈত্র।
কল্যাণের বক্তব্য
যদিও কল্যাণ বলেন, নাম না করেই আক্রমণ করেছেন মহুয়া মৈত্রকে। তিনি বলেছেন, ফটরফটর করে ইংরেজি বলা সাংসদ। তিনি বলেছেন, মহিলা সংসদের নিশানায় থাকে শুধু মোদী আর আদানি। রাজ্যের বিজেপি নেতার বিরুদ্ধে মহিলা সাংসদ কিছুই বলেন না। সেই হিসেবে তাঁর নিশানায় মহুয়াই।
মহুয়ার প্রতিক্রিয়া
মহুয়া মৈত্র গোটা বিষয় মুখে কুলুপ এঁটেছেন। তবে তৃণমূল সূত্রের খবর, গোটা বিষয়টি তিনি তৃণমূল সুপ্রিমোকে জানিয়েছেন। সূত্রের খবর তিনি হোয়াটস অ্যাপ গ্রুপও ছেড়েছেন।

