সংক্ষিপ্ত

অভিষেক লোকসভা নির্বাচনে জয়ের জন্য দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কর্মীরাই তাঁদের পার্টির সম্পদ। তিনি বলেন, 'দিদির মনে একজন কর্মীর জন্য কতটা সম্মান আছে সেটার প্রমাণই হল আজকের দিনটি।'

 

২১ জুলায়ের মঞ্চে প্রায় ৩৬০ ডিগ্রি পাল্টি খেলেন তৃণমূল কংগ্রেসের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এতদিন নানা অনুষ্ঠান ও তৃণমূল কংগ্রেসের দলীয় আলোচনায় দুর্নীতিগ্রস্ত নেতাদের তীব্র সমালোচনায় সরব হয়েছেন। কিন্তু এবার ২১ জুলাইয়ের মঞ্চে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে বর্তমানে জেল বন্দি।

অভিষেকের মুখে পার্থর নামঃ

এদিন ২১ জুলাইয়ের মঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যু তুলেই অভিষেক কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, 'যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তথাকথিত এসএসসি কেলেঙ্কারির নামকরে পার্থ চট্টোপাধ্যায়কে যদি গ্রেফতার করা হয় তাহলে সারা ভারতে বড়ো কেলেঙ্কারি নিট প্রশ্ন নিয়ে কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না?' যদিও এর আগে একাধিকবার পার্থর নামে শোনা গেছে অভিষেকের মুখে। পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি আর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। এই ঘটনাকে বাংলার কলঙ্কডজনক অধ্য়ায় বলে উল্লেখ করেছিলেন অভিষেক। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ন্যায় বিচার পাচ্ছেন না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি।

অভিষেক এদিন লোকসভা নির্বাচনে জয়ের জন্য দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কর্মীরাই তাঁদের পার্টির সম্পদ। তিনি বলেন, 'দিদির মনে একজন কর্মীর জন্য কতটা সম্মান আছে সেটার প্রমাণই হল আজকের দিনটি।' ২১ জুলাই অভিষেক মাত্র ২৪ মিনিট বক্তব্য রাখেন। সেখানেই তিনি দলের নবীন আর প্রবীণদের সামঞ্জস্যের বিধান দেন। তিনি বলেন, 'যাঁরা নতুন, তাঁদের ২১ জুলাইয়ের ইতিহাস, তৃণমূলের লড়াই এবং নেত্রীর লড়াই সম্পর্কে জানতে হবে। আর যাঁরা পুরনো রয়েছেন, তাঁদেরকেও নতুনদের সঙ্গে নিয়ে তৃণমূলকে শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে। সামঞ্জস্য রেখে করতে হবে। পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা, দু’টোই তৃণমূলের একই বৃন্তে দু’টি কুসুম।'