- Home
- West Bengal
- West Bengal News
- ঘূর্ণাবর্তের কাঁটা! হেমন্তের হিমের পরশ গায়েব, ভূত চতুর্দর্শীর দিনে ভিজবে কলকাতা
ঘূর্ণাবর্তের কাঁটা! হেমন্তের হিমের পরশ গায়েব, ভূত চতুর্দর্শীর দিনে ভিজবে কলকাতা
Weather Update: হেমন্তকালে গায়েব হেমন্তে হিমের পরশ। উল্টে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির জন্য। রইল আবহাওয়ার পূর্বাভাস।

হিমের পরশ নেই
বর্ষা বিদায় নিয়েছে। রোদ ঝলমলে আকাশ। কিন্তু গায়েব হেমন্তের হিমের পরশ। তার পরিবর্তে কিছুটা অস্বস্তিদায়ক আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে। গতকালের তুলনায় বাড়ছে তাপমাত্রা। পাশাপাশি বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। যার কারণে রোদে বার হলেই ঘাম হচ্ছে এই হেমন্তকালেও।
তাপমাত্রা বৃদ্ধি
তাপমাত্রা বাড়ছে। গতকালের তুলনায় এদিনের কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রির বেশি। রাতের তাপমাত্রাও এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি।
বৃষ্টির পূর্বাভাস
উত্তর ভারত থেকে শুষ্ক বাতাস ঢুকছে। তার সঙ্গে মিশছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ পূর্বালী হাওয়া। যার কারণে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। যার কারণে আজ দুই ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঝো়ড়ো হাওয়া।
উত্তরবঙ্গেও বৃষ্টি
উত্তরবঙ্গের তিন জেলা দার্জিলিং, কালিম্পং আর জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলার আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া থাকবে গুমোট।
কালীপুজোর দিনের আবহাওয়া
আগামিকাল রবিবার মোটের ওপর একই পরিস্থিতি থাকবে। কাল সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়। সোমবার কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় ভোরের দিকে হেমন্তের হিমের পরশ পাওয়া যাবে না। বুধবার থেকে হিমেল হাওয়া ফিরবে।
ঘূর্ণাবর্ত
দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত উইকেন্ডে নিম্নচাপে পরিণত হতে পারে। লাক্ষাদ্বীপ এবং কেরল কর্ণাটক উপকূলে এর প্রভাব পড়তে পারে।

