- Home
- West Bengal
- West Bengal News
- বর্ষার বিদায় বেলায় ফের বৃষ্টির পূর্বাভাস, দেখে নিন কবে কোথায় কোথায় হবে বৃষ্টি, রইল আপডেট
বর্ষার বিদায় বেলায় ফের বৃষ্টির পূর্বাভাস, দেখে নিন কবে কোথায় কোথায় হবে বৃষ্টি, রইল আপডেট
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পথে। তবে শুকনো ও শীতল বাতাসের সঙ্গে সংঘাতের জেরে কালীপুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে। এর সঙ্গে সঙ্গেই দেশের উত্তর-পশ্চিম দিক থেকে ঢুকতে শুরু করেছে শুকনো ও শীতল বাতাস। বিপরীতমুখী ও বিপরীতধর্মী এই দুই ধরনের বাতাসের স্রোতের পরস্পরের ধাক্কার ফলে সপ্তাহ শেষ অর্থাৎ কালীপুজোর মুখে ফের হবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১২টি জেলায় মোটের ওপর শুকনো থাকলেও কয়েকটি জায়গায় হবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গ শুধু নয়, ভাসবে উত্তরবঙ্গও। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। জানা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে হবে বৃষ্টি।
কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের পুরোটা এবং তেলঙ্গানা ও কর্ণাটকের বেশির ভাগ অঞ্চলে এখবও বর্ষার বাতাস রয়ে গিয়েছে। তেমনই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার যেরে আছে বৃষ্টির সম্ভাবনা।
বৃষ্টির পরিমাণ সে অর্থে বেশি হবে না বলে জানা গিয়েছে। তবে, কলকাতার আকাশ মেঘলা দেখা দিলেও দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় আকাশ থাকহে মেঘ মুক্ত। আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কাজে হতে পারে বৃষ্টি। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

