- Home
- West Bengal
- West Bengal News
- তৃণমূলের পাল্টা সোমবার বিজেপির 'শাহি' বৈঠক? কী কী কথা হবে অমিতের সঙ্গে
তৃণমূলের পাল্টা সোমবার বিজেপির 'শাহি' বৈঠক? কী কী কথা হবে অমিতের সঙ্গে
রাজ্য বিজেপির লোকসভা ও রাজ্যসভার সদস্যরা সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শা।

তৃণমূলের পাল্টা বিজেপির বৈঠক
কেন্দ্র বিরোধী সুর চাড়াতে দলের সাংসদের পরামর্শ দিতে সোমবার বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে মোদী সরকারের বিরুদ্ধে দলের অবস্থান নিয়েই তিনি বার্তা দিতে পারেন বলে সূত্রের খবর। অন্যদিকে পাল্টা একই দিনে বিজেপি সাংসদরা বসছেন কেন্দ্রীয়মন্ত্রী অমিত শাহের সঙ্গে। কিন্তু কী এজেন্ডা তা এখনও স্পষ্ট করেনি বিজেপি। যদিও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন। কিন্তু একই দিনে রাজ্যের দুই যুযুধান দলের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
বৈঠকে উপস্থিত
রাজ্য বিজেপির লোকসভা ও রাজ্যসভার সদস্যরা সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠকে থাকবেন বিজেপির চাণক্য হিসেবে পরিচিত অমিত শা। ২০২৬এ এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলকে ঢেলে সাজাতে চাইছে গেরুয়া শিবির। সংসদে পাল্টা তৃণমূল কংগ্রেসকে জবাবও দিতে চাইছে বিজেপি। সেই কারণেই এই বৈঠক বলে সূত্রের খবর।
আলোচনা কী নিয়ে?
বিজেরি সূত্রের খবর, সংসদে তৃণমূল ভোটার তালিকা সংশোধন নিয়ে রীতমত হৈচৈ করছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করার অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল। সংসদে এগুলির জবাব দিতে চায় রাজ্যের বিজেপি সাংসদরা। কিন্তু রাজ্যের সাংসদের জন্য রোজ সময় বরাদ্দ থাকে না। তাই সেই দিকে অমিত শাহের দৃষ্টি আকর্ষণ করতে চায় বিজেপি। রাজ্য বিজেপি মনে করছে ভোটের আগে এগুলির জবাব দেওয়া জরুরি। না হলে রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা যাবে।
শমীক ভট্টাচার্যের বক্তব্য
শমীক জানিয়েছেন সাগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ৯ অগস্ট নবান্ন অভিযান নিয়েও কথা হবে অমিত শাহের সঙ্গে। তিনি বলন, 'আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ অগস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা। সেই বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরও কিছু বলেন। সেই সব কথা শাহকে জানানো হবে'।
মমতার পরামর্শ?
২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে ২১ অগস্ট পর্যন্ত। হাতে এখনও দিন কুড়ির মত সময় রয়েছে। সেই সময়টা সঠিকভাবে কাজে লাগাতেই দলের সাংসদদের পরামর্শ দিতে পারেন মুখ্যমন্ত্রী। চলতি বাদল অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। একদিনে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে যেমন উত্তাল হচ্ছে সংসদ। তেমনই আলোচনা হচ্ছে অপারেশন সিঁদুর -সহ একাধিক বিষয় নিয়ে। কিন্তু চলতি অধিবেশন শুরু থেকেই তৃণমূল কংগ্রেস সরব হয়েছে ভোটার তালিকার নিবির সংশোধন নিয়ে। তৃণমূল সূত্রের খবর এই বিষে কী করে সুর আরও চড়ানো যায় ও বাকি বিরোধীদের কাছে পাওয়া যায় তারই পরামর্শ দিতে পারেন মমতা।

