- Home
- West Bengal
- West Bengal News
- Anubrata Mondal: কাজল শেখের সঙ্গে বিবাদে সমঝে দিল দল, বীরভূমের রাজনীতিতে কোণঠাসা কেষ্ট?
Anubrata Mondal: কাজল শেখের সঙ্গে বিবাদে সমঝে দিল দল, বীরভূমের রাজনীতিতে কোণঠাসা কেষ্ট?
Anubrata Mondal TMC: তিহার জেল (Tihar Jail) থেকে ছাড়া পাওয়ার পর বীরভূমের রাজনীতিতে দাপট ফিরে পাওয়ার চেষ্টা করছেন একসময় এই জেলায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা অনুব্রত মণ্ডল। তবে দলে তিনি এখন আর আগের মতো দাপুটে নেতা নন। কাজল শেখের সঙ্গে বনিবনা হচ্ছে না।

বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদ হারিয়ে বসলেন অনুব্রত মণ্ডল
রাজ্যের যে কোনও জেলায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় জেলা সভাপতি ছিলেন অনুব্রত মণ্ডল। তবে তিনি এখন আর বীরভূমে শাসক দলের জেলা সভাপতি নন।
বীরভূমে দলের জেলা সভাপতি পদই তুলে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, ফলে দলে কোণঠাসা অনুব্রত মণ্ডল
বীরভূমে আর তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পদ নেই। অনুব্রত মণ্ডল যে পদে ছিলেন, সেই পদেরই অস্তিত্ব থাকল না।
কয়েক বছর আগে বীরভূমে দলের শেষ কথা হলেও, এখন আর জেলায় দলের প্রধান নন অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে দলের দায়িত্ব একাধিক নেতার মধ্যে ভাগ করে দেয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জামিনে মুক্তি পাওয়ার পর জেলায় ফিরলেও, পুরনো দাপট ফিরে পাননি কেষ্ট।
বীরভূমে এবার শাসক দল পরিচালনা করবে নেত্রীর গড়ে দেওয়া ৯ সদস্যের কোর কমিটি
এবার থেকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া ৯ সদস্যের কোর কমিটি। এই কমিটিতে আছেন অনুব্রত। ফলে তিনি দলে গুরুত্ব হারালেন।
অনুব্রত মণ্ডলের পরিবর্তে এখন বীরভূমে তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক প্রধান আশিস বন্দ্যোপাধ্যায়
বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদ তুলে দেওয়া হলেও, দলের চেয়ারপার্সন পদ রাখা হয়েছে। রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এই পদে আছেন।
বীরভূমে দলের কোর কমিটিকে এড়িয়ে আর কোনও কাজ করতে পারবেন না অনুব্রত মণ্ডল!
শাসক দল সূত্রে খবর, বীরভূমে কোর কমিটিকে এড়িয়ে নিজের মতো করে চলছিলেন অনুব্রত মণ্ডল। দলের অন্দরে যা নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে কেষ্টকে দল বুঝিয়ে দিল, তিনি আর আগের মতো গুরুত্বপূর্ণ নন।
আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমে দলকে ঢেলে সাজাচ্ছে শাসক দল
গত দেড় দশকে বীরভূমে সব নির্বাচনেই তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য দেখা গিয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে দলের রাশ ধরার জন্য ব্যবস্থা নিল শাসক দল।
বীরভূমে দলের কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে, অনুব্রতকে বার্তা মমতার
শাসক দল সূত্রে খবর, প্রিয় কেষ্টকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, দলের কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে।
শুধু বীরভূমই নয়, বিধানসভা নির্বাচনের আগে সব জেলাতেই সংগঠন মজবুত করতে পদক্ষেপ শাসক দলের
শাসক দল সূত্রে জানা গিয়েছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সব জেলাতেই দলীয় সংগঠন মজবুত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বীরভূমে কাজল শেখের সঙ্গে বিবাদের জেরে কোণঠাসা হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকা অবস্থাতেই নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই দলে কোণঠাসা হয়ে পড়েছেন কেষ্ট।

