সংক্ষিপ্ত

শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশ কার্যত মৌলবাদী ও জঙ্গিদের কবলে চলে গিয়েছে। বাংলাদেশে অস্থিরতার ফলে পশ্চিমবঙ্গেও মৌলবাদ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সদস্য, মৌলবাদী, জঙ্গিরা কলকাতা-সহ পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তর-পূর্ব ভারত দখলের হুঙ্কার দিয়েছে। অনেকে এই হুঙ্কার শুনে হাসাহাসি করলেও, মারাত্মক আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি কিছুদিন আগেই মুর্শিদাবাদ ও মালদার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর নিয়েও আশঙ্কা প্রকাশ করলেন অধীর। তাঁর আশঙ্কা, বাংলাদেশ সীমান্তবর্তী যে জেলাগুলিতে মুসলিম জনসংখ্যা বেশি, সেই জেলাগুলি বাংলাদেশের দখলে চলে যেতে পারে। এই জেলাগুলি পশ্চিমবঙ্গ তথা ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন অধীর।

মৌলবাদ নিয়ে সতর্কবার্তা অধীরের

বাংলাদেশে যেভাবে মৌলবাদ বাড়ছে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ছে বলে দাবি অধীরের। তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, 'আর ঠুনকো রাজনীতি করবেন না। পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে। দেশ শেষ হয়ে যাবে। এগুলো ক্যান্সারের লক্ষ্মণ। তাই এ বিষয়ে এখনই সিরিয়াস পদক্ষেপ করা উচিত। বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায়, ক্ষমতার স্বাদ পায় তাহলে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে। বাংলার মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে মুসলিমরা সংখ্যাগুরু। মুর্শিদাবাদে ৭০ শতাংশ মুসলিম বসবাস করে। এরা আগামীদিনে এই এলাকাগুলোকে বাংলাদেশের অতিরিক্ত অংশ হিসেবে দাবি করবে। মৌলবাদীদের এখনই রোখা না গেলে এরা এখন যেমন উত্তর পূর্ব নিয়ে দাবি করছে, আগামী দিনে বাংলারও মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলিকে বাংলাদেশের অঙ্গ হিসেবে দাবি করবে।'

বাংলাদেশের অঙ্গ হয়ে যাবে মুর্শিদাবাদ?

১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হলেও, নদিয়ার মতোই ১৮ অগাস্ট ভারতের অন্তর্গত হয় মুর্শিদাবাদ। তার আগে মুর্শিদাবাদকে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে দাবি করা হচ্ছিল। ফের এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধীর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জাল পাসপোর্ট চক্র, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ২ জনকে গ্রেফতার অসম পুলিশের

হিন্দুদের ওপর হিংসার কথা স্বীকার! ভারতের চাপে অবশেষে মাথা নোয়াল বাংলাদেশ

YouTube video player