যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানালেন রাজ চক্রবর্তী। তিনি বলেন, সিপিআইএম আগা গোড়া এই মারপিটে রাজনীতি করে আসছে। আমার পুরো পরিবার বামপন্থী ছিল, কিন্তু আমি কোনদিন বামপন্থাকে সমর্থন করিনি।
যাদবপুরে ঘটনার রেশ যেন থামতেই চাইছে না। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতেই এখন সরগরম বাংলার রাজনীতি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তৃণমূল বিধায়ক মদন মিত্রর পর এবার সেই পথে হেঁটে কড়া হুঁশিয়ারি দিয়ে ফেললেন তারকা বিধায়ক রাজ চক্রবর্তী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার বাম ছাত্র সংগঠনকে নিশানা করলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী বলেন, "২ মিনিট সময় লাগবে! আমাদের পার্টির লোকেরাও উগ্র হতে পারে!" বৃহস্পতিবার ব্যারাকপুরে এক সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে রাজ চক্রবর্তী এ কথা বলেন।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয় গত শনিবার থেকে যথেষ্ট উত্তপ্ত । ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে ছাত্র বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক পড়ুয়া জখম হতেই অভিযোগ উঠেছে, এক কলেজ পড়ুয়ার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার। পাল্টা হিসেবে তৃণমূলের অভিযোগ, বামেদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিশৃঙ্খলার। সেই ঘটনা নিয়ে চাপানোতর শুরু হতেই বামেদের ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছিলেন অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় মদন মিত্রের মতো তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা। এবার সেই হুঁশিয়ারির তালিকায় নাম যোগ করলেন রাজ চক্রবর্তী।
বৃহস্পতিবার এক সাইকেল বিতরণ অনুষ্ঠানে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানালেন ব্যারাকপুরে বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন, সিপিআইএম আগা গোড়া এই মারপিটে রাজনীতি করে আসছে। আমার পুরো পরিবার বামপন্থী ছিল, কিন্তু আমি কোনদিন বামপন্থাকে সমর্থন করিনি। আমাদেরও অনেক কর্মীরা আছে যারা উগ্র হতে দুই মিনিট সময় লাগবে কিন্তু আমাদের দল সমর্থন করে না।
এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়ায় সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, "ঠিকই বলেছেন রাজ চক্রবর্তী। তৃণমূল উগ্র হতে পারে। কিন্তু সাহস দেখাতে ওরা পারে না বাংলার কলেজগুলিতে ভোটে লড়াইয়ে"। যাদবপুর ইস্যুতে শাসক বিরোধী তরজায় ক্রমশই বাড়তে শুরু করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
