West Bengal Politics: গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে দুই যুযুধান দল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress) ও আইএসএফ (Indian Secular Front)। বিশেষ করে ভাঙড়ে দুই দলের কর্মী-সমর্থকদের লড়াই দেখা যায়।
KNOW
All India Trinamool Congress vs Indian Secular Front: চুরি হয়ে গিয়েছে বউ! সেই বউকে ফিরে পেতে হবে। তার সঙ্গে আবার সংসার করতে হবে। এই কারণে মরিয়া হয়ে থানায় ছুটলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আইএসএফ কর্মী সালাউদ্দিন মোল্লা। তিনি উত্তর কাশীপুর থানায় গিয়ে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মোকারেম মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ভাঙড়ের ভোগালির দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সালাউদ্দিন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, 'আমার সংসারটা যাতে ভালোভাবে হয়, আপনাদের কাছে সেই আবেদন রাখছি। আমার বউকে নিয়ে পালিয়েছে মোকারেম মোল্লা। ও তৃণমূল করে আর চাষবাস করে। আড়াই মাস আগে ওর সঙ্গে পালিয়ে গিয়েছে আমার বউ। আমি দেখেছি ও আমার বউকে নিয়ে পালিয়েছে। ওর টাকার জোর আছে। আমি গরিব মানুষ। এই কারণেই আমার বউ ওর সঙ্গে পালিয়ে গিয়েছে।'
দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্ক!
সালাউদ্দিনের অভিযোগ, সাত বছর ধরে তাঁর স্ত্রীর সঙ্গে মোকা নামে পরিচিত এই তৃণমূল কর্মীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক। অতীতে ৬ বার তাঁর স্ত্রী পালিয়ে গিয়েছেন। এবার ফের পালিয়ে গিয়েছেন। পুলিশের বিরুদ্ধেও সরব এই আইএসএফ কর্মী। তাঁর অভিযোগ, 'আমি আগে পুলিশের কাছে গিয়েছিলাম। তখন পুলিশ বলেছিল, এসব নোংরামি নিয়ে আমরা কথা বলতে পারব না। পুলিশ বলছে, তুমি এসব নিয়ে ধর্ণায় বসছো। এসব ভালো হচ্ছে কি? এখন আমার মূল দাবি হল, আমার বউকে ফেরত চাই। এই দাবিতে আমি ধর্ণায় বসেছি। আমি চাইছি আমার সংসার বজায় থাকুক।'
পলাতকা স্ত্রীকে নিয়ে ফের সংসার করবেন!
সালাউদ্দিন জানিয়েছেন, তাঁর তিন সন্তান আছে। তাদের কথা ভেবেই স্ত্রীকে ফেরত পাওয়ার দাবিতে মোকার বাড়ির সামনে ধর্ণায় বসেছেন এই আইএসএফ কর্মী। তিনি জানিয়েছেন, বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। ছেলে মাদ্রাসায় পড়ত। সে এখন বাড়িতে আছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


