বিজেপির নতুন জেলা সভাপতির নাম ঘোষণা, নতুন মুখেই ভরসা গেরুয়া শিবিরের
BJP district presidents:৩৯টির মধ্যে ২৫টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। নতুনদের ওপর ভরসা গেরুয়া শিবিরের। নতুন জেলা সভাপতি নির্বাচনের পরই ক্ষোভ বাড়ছে রাজ্য বিজেপির সদস্যদের মধ্যে।

বিজেপির সভাপতি নির্বাচন
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই বিজেপি রাজ্যসভাপতি নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়েছে তারই প্রক্রিয়া।
শক্তিশালী সংগঠন
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠনকে ঢেলে সাজাতে মরিয়া বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারই প্রক্রিয়া শুরু হয়েছে। ৩৯টি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছিল।
সাংগঠনিক জেলা সভাপতি
রবিবার বিজেপি ২৫টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করেছে। কিন্তু তাই নিয়ে তৈরি হয়েছে চাপান উতোর।
নতুন মুখ
বিজেপির নতুন জেলা সভাপতির তালিকায় ২৫টির মধ্যে ১৭ জনই নতুন। ৮জন মাত্র পুরনো।
বাকি ১৮
কিন্তু এখনও ১৮টি সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করতে পারেনি বিজেপি।
করা যাবে রাজ্য সভাপতি নির্বাচন
বিজেপির নিয়ম অনুযায়ী রাজ্য সভাপতি নির্বাচনে ২৪ জন সাংগঠনিক জেলা সভাপতির সম্মতির প্রয়োজন। তাই নতুন সাংগঠনির জেলা সভাপতিরা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারবেন।
কলকাতার সভাপতি অপরিবর্তিত
কলকাতা উত্তর ও দক্ষিণে সভাপতি পরিবর্তিত রাখল বিজেপি।
বিজেপিতে বিদ্রোহ
সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা হতেই একাধিক জায়গায় শুরু হয়েছে বিদ্রোহ। যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলাও।
রাজ্য সভাপতি নির্বাচন
বিজেপি সূত্রের খবর খুব দ্রুত রাজ্য সভাপতি নির্বাচন করা হবে। যার কারণে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে।
আমিত শাহের বঙ্গ সফর
আমিত শাহের এই রাজ্যে আসার কথা। বিজেপি সূত্রের খবর তার আগেই নতুন রাজ্যসভাপতির নাম ঘোষণা করা হতে পারে। তারই প্রক্রিয়া শুরু হয়েছে।

