Hooghly News: কর্তব্যরত পুুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে বিতর্কে বঙ্গ বিজেপি। চুঁচুড়ায় তুমুল হট্টগোল। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…               

Hooghly News: 'সিঁদুর' বিতর্কে উত্তাল রাজ্য-রাজনীতি। 'সিঁদুর বেঁচে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee News) এই মন্তব্যের বিরোধিতায় উত্তপ্ত হুগলী জেলার চুঁচুড়া শহর। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বঙ্গ বিজেপির। এখানেই শেষ নয়, বিক্ষোভ সামাল দিতে যাওয়া পুলিশ কর্মীদের পাল্টা সিঁদুর পরিয়ে দিতেই চরমে পৌঁছয় উত্তেজনা।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার পিপুলপাতি পাঁচমাথা মোরে। এদিন সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি। অভিযোগ, সেই সময় বিজেপির মহিলা কর্মীদের বিক্ষোভ সামাল দিতে যান কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা। জানা গিয়েছে, সেই সময় আচমকা মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন বিজেপির মহিলা নেতৃত্বরা। আর তাতেই ছড়িয়েছে বিতর্ক। চরম উত্তেজনা ছড়ায় চুঁচুড়ার পিপুলপাতি এলাকায়।

জানা গিয়েছে, প্রায় আধঘন্টা ধরে বিক্ষোভ অবরোধ চলে। এরপর চুঁচুড়া থানার পুলিশ বাহিনী এসে বিক্ষোভকারীদের রাস্তা দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করে। বেশ কিছু বিবাহিত মহিলা পুলিশ কর্মী বিক্ষোভকারীদের হটাতে গেলে বিক্ষোভকারী মহিলারা ওই মহিলা বিবাহিত পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেন। এতেই খেঁপে ওঠে পুলিশের একটা অংশ। শুরু হয় তুমুল তর্কাতর্কি পুলিশ এবং মহিলা বিক্ষোভকারীদের মধ্যে। পরে বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটিয়ে দেয় পুলিশ।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ''রাজ্যে হিংসা, তোষণ, দাঙ্গা এবং দুর্নীতির রাজনীতি চলছে। মুক্তি দরকার এবং জনগণ বিজেপির উন্নয়ন মডেলের দিকে তাকিয়ে আছে।''

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন, পশ্চিমবঙ্গকে "হিংসা, তোষণ, দাঙ্গা এবং দুর্নীতির রাজনীতি" থেকে মুক্তি দিতে হবে এবং জনগণ "বিজেপির উন্নয়ন মডেলের" দিকে তাকিয়ে আছে। তিনি আরও বলেন, ''পশ্চিমবঙ্গ একসঙ্গে অনেকগুলি সংকটে জর্জরিত। প্রথমত, সমাজে ছড়িয়ে পড়া হিংসা এবং অরাজকতার সংকট। দ্বিতীয়ত, আমাদের মা ও বোনেদের নিরাপত্তাহীনতা যারা জঘন্য অপরাধের শিকার হচ্ছেন। তৃতীয় সংকট হলো তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া চরম হতাশা এবং ব্যাপক বেকারত্ব। চতুর্থ সংকট হলো প্রশাসনের ওপর স্থানীয় বাসিন্দাদের আস্থা ক্রমাগত হ্রাস পাওয়া। পঞ্চম সংকট হলো ক্ষমতাসীন দলের স্বার্থপর রাজনীতি, যা দরিদ্রদের অধিকার চুরি করে''।

প্রসঙ্গত, আলিপুরদুয়ারে নির্বাচনী সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি, তুষ্টিকরণ এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তোলেন তিনি। এর পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বক্তব্যকে ‘ভুয়ো ও মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।