West Bengal Politics: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elections 2026)। রাজ্য রাজনীতিতে এখন থেকেই নির্বাচনের উত্তাপ দেখা যাচ্ছে। দেশের অন্যত্রও পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

West Bengal Assembly Elections 2026: দেশের অনেক রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি (BJP)। কিন্তু অনেক চেষ্টা করেও গত বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2021) বাংলায় ক্ষমতায় আসতে পারেনি গেরুয়া শিবির। আগামী বছর ফের বাংলায় বিধানসভা নির্বাচন। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরিয়ে ক্ষমতায় আসতে পারবে বিজেপি? আশাবাদী হতে পারছে না উত্তরপ্রদেশের গেরুয়া শিবির। বাংলার বিজেপি নেতাদের উপর যে একেবারে ভরসা নেই এমন নয়। কিন্তু মমতা যেভাবে সারা বাংলায় আধিপত্য বিস্তার করেছেন, তাতে তাঁকে সরানো আদৌ সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয়ে উত্তরপ্রদেশের বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তাঁদের রাজ্যে যেভাবে রাজনীতি চলে, ভোট হয়, বাংলায় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এই কারণেই আশাবাদী হতে পারছে না গেরুয়া শিবির।

বাংলা নিয়ে কী বলছে উত্তরপ্রদেশের গেরুয়া শিবির?

বারাণসীর (Varanasi) বাসিন্দা গাড়ি চালক দীপক সিং বিজেপি সমর্থক। তিনি বাংলা প্রসঙ্গে বললেন, 'বাংলায় যাতে বিজেপি কোনওভাবেই ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সবরকমভাবে চেষ্টা করবে মমতা দিদি। বিজেপি-র কাজ অত্যন্ত কঠিন।' অটো রিকশা চালক গিরিধারী শর্মাও খুব একটা আশাবাদী নন। তাঁর বক্তব্য, 'পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মমতা দিদির সবচেয়ে বড় অস্ত্র। ওরাই মমতা দিদিকে ভোট দিয়ে জেতাবে। আমাদের এখানে পুলিশ সক্রিয়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বাংলায় মুসলমানরাই পুলিশকে মারে। পুলিশ কিছু করতে পারে না।'

উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি?

উত্তরপ্রদেশে ২০২৭ সালে পরবর্তী বিধানসভা নির্বাচন। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? এ বিষয়েও কিছুটা সংশয়ে উত্তরপ্রদেশের গেরুয়া শিবির। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাঙালি বিজেপি নেতা বলেছেন, 'যোগীজি ভালো কাজ করছেন। অনেকেই বুলডোজার বাবার কাজে খুশি। কিন্তু আবার যোগীজির বিরুদ্ধে ক্ষোভও তৈরি হচ্ছে। ফলে আমরা ক্ষমতায় ফিরতে পারব কি না, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না। আমাদের ক্ষমতা হারানোর আশঙ্কা থাকছেই।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।