Sandeshkhali BJP News: সন্দেশখালির তিন বিজেপি নেতা খুনে গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Sandeshkhali BJP Leader Murder Case: এবার সন্দেশখালির ৩ বিজেপি কর্মী খুনের মামলায় সিট গঠন করে তদন্ত করবে সিবিআই। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, ২০১৯ সালের ৬ জুন সন্দেশখালিতে খুন হন স্থানীয় তিন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। যদিও এখনও নিখোঁজ দেবদাস মণ্ডল। কিন্তু তাঁর পরিবারের দাবি তাকেও খুন করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এই মামলায় প্রথম চার্জশিটে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানেরও নাম ছিল। কিন্তু তদন্তভার সিআইডি-এর হাতে হস্তান্তর হওয়ার পরেই চার্জশিট থেকে বাদ দেওয়া হয় শেখ শাহজাহানের নাম।
এরপর সিআইডি তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নিহত প্রদীপ মন্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল ও দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল গাইন। এমনকি তাদের মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য শেখ শাহজাহানের বাহিনী প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও আদালতে দাবি করেন মামলাকারীরা।
ওই মামলায় গত ৩০ জুন সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। সিবিআই-এর যুগ্ম অধিকর্তাকে সিট গঠন করে তদন্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলাতেই সোমবার বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ, সন্দেশখালির তিন বিজেপি কর্মীর খুনের মামলার তদন্ত সিবিআই-ই চালিয়ে যাবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও।
অন্যদিকে,দুর্গাপুজো নিয়ে মামলা গড়াল কলকাতা হাইকোর্টে। তবে ঠিক দুর্গাপুজো নিয়ে নয়। রাজ্য সরকারের তরফে দেওয়া দুর্গা পুজোর অনুদানে আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল একটি জনস্বার্থ মামলা। সূত্রের খবর, সৌরভ দত্ত নামের দুর্গাপুরের বাসিন্দা ওই ব্যক্তি এদিন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। মামলাকারীর দাবি, সরকারি টাকা কীভাবে ক্লাবে দেওয়া হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন ওই ব্যক্তি। যদিও এর আগে ২০১৯ সালেও মামলা করেছিলেন তিনি। সেই সময়ও তার মামলা রাজ্যের কাছে ধোপে টেকেনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


