- Home
- West Bengal
- West Bengal News
- ১৮ অগস্ট ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা, কিন্তু এক সপ্তাহের মধ্যে কেন এই বৈঠক
১৮ অগস্ট ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মমতা, কিন্তু এক সপ্তাহের মধ্যে কেন এই বৈঠক
নবান্নের পক্ষ থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলে হয়েছে সোমবার ১৮ অগস্ট বিকেল ৪টে নবান্নতে হবে মন্ত্রিসভার বৈঠক। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শীর্ষস্থানীয় অফিসারদেরও।

মন্ত্রিসভার বৈঠক
নতুন করে ফের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে আগামী সোমবার ১৮ অগস্ট। মঙ্গলবার সকালেই মন্ত্রিসভার বৈঠকের সময়সূচি জানিয়েছে দিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর। এক সপ্তাহের মধ্যেই পরপর দুইবার মন্ত্রিসভার বৈঠক ডাকল তৃণমূল সরকার। সাধারণত দিন ১০ ছাড়া ছাড়া হয় মন্ত্রিসভার বৈঠক।
সরকারি বিজ্ঞপ্তি
নবান্নের পক্ষ থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তি জারি করে বলে হয়েছে সোমবার ১৮ অগস্ট বিকেল ৪টে নবান্নতে হবে মন্ত্রিসভার বৈঠক। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের শীর্ষস্থানীয় অফিসারদেরও। সকলেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে সিদ্ধান্ত
এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দুর্গা অঙ্গন হবে। এটি সংস্কৃতিকেন্দ্র তৈরি হবে। কলকাতা শহরে ছোট জমিতে বাড়ি নির্মাণ নীতিতে শিলমহর দেওয়া হয়েছে। শালবনীতে জোড়া বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে।
কেন ফের বৈঠক?
কিন্তু এতগুলি সিদ্ধান্তের পরেও কেন ফের জরুরি বৈঠক ডাকল নবান্ন তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও কথা শুরু হয়েছে। তবে কী নতুন করে মুখ্যমন্ত্রী তাঁর ক্যাবিনেট সাজাতে চান? যদিও সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।
ভোটার তালিকা নিয়ে বৈঠক!
নবান্নের একটি সূত্র মনে করছে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মধ্যে সংঘাত ক্রমশই বাড়ছে। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙলাভাষীদের ওপর অত্যাচার করছে- এই অভিযোগ তুলে সরব হচ্ছে তৃণমূল। সেই নিয়ে ১৮ অগস্টের বৈঠকে কথা হতে পারে বলেও মনে করছে তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীরা। যদিও এই বিষয়ে এখনও কিছুই বলেনি নবান্ন।
