- Home
- West Bengal
- West Bengal News
- রান্নার গ্যাসের দাম বাড়লেও চিন্তা নেই! চালু হয়ে হচ্ছে নয়া পদ্ধতি, এবার বাড়িতে বসবে মিটার, কমবে খরচ
রান্নার গ্যাসের দাম বাড়লেও চিন্তা নেই! চালু হয়ে হচ্ছে নয়া পদ্ধতি, এবার বাড়িতে বসবে মিটার, কমবে খরচ
রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তিত মধ্যবিত্তের জন্য সুখবর নিয়ে এল মোদী সরকার। পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার নয়া পরিষেবা চালু করছে সরকার। জলপাইগুড়িতে ইতিমধ্যেই এই পরিষেবা চালু হয়েছে।
- FB
- TW
- Linkdin
)
দিনে দিনে বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এই নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।
এবার সকলের জন্য সুখবর জন্য নিয়ে এল মোদী সরকার। চালু করছেন রান্নার গ্যাসের নতুন পরিষেবা।
রান্নার গ্যাস নিয়ে চিন্তা দূর করতে চলেছে মোদী সরকার। পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসবে বাড়িতে।
ধীরে ধীরে পাইপলাইন যেমন এগিয়ে যাবে তেমনভাবেই বিভিন্ন এলাকায় গৃহস্থদের বাড়িতে পৌঁছাবে রান্নার গ্যাস।
এই ব্যবস্থা ইতিমধ্যে চালু হয়েছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের সাহেব বাড়ি এলাকায়। সেখানে এই পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে গিয়েছে।
এই গ্যাসে রান্না করছে সংশ্লিষ্ট সাবেহগঞ্জ এলাকার পরিবারগুলো। এই বিষয় হিন্দুস্তান পেস্ট্রোলিয়াম সংস্থার পক্ষ থেকে খবর মিলছে, দিনের মধ্যে ২৪ ঘন্টাই পাওয়া যাবে এই গ্যাস। বসানো হবে গ্যাসের মিটার বক্স।
আগেই কলকাতার কয়েকটি জায়গায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা চালুর কাজ শুরু হয়ে গিয়েছে। চন্দননগরের তিনটি ওয়ার্ডের অন্তত ২ হাজার বাড়িতে প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন দ্বারা সংযুক্ত হবে বলেই খবর।
সংযোগের জন্য আপাতত সংশ্লিষ্ট পরিবারগুলোকে কোনও টাকা দিতে হবে না। লক্ষ হল গ্রাহকদের বাড়িতে আগামী কয়েক মাস গ্যাসের সংযোগ দেওয়া।
সাধারণ মানুষের মধ্যে গ্যাসের দাম নিয়ে চিন্তা বাড়ছে। এই সমস্যা দূর করতে নয়া পদ্ধতি গ্রহণ করছে সরকার।
এই পাইপ লাইন সংযুক্ত হলে ভবিষ্যতে সকলেই উপকৃত হবেন বলে মনে করছে সরকার।