- Home
- West Bengal
- West Bengal News
- ভয়ঙ্কর! ধেয়ে আসছে রেমাল, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা, আমফানের থেকে কতটা শক্তিশালী এই ঝড়?
ভয়ঙ্কর! ধেয়ে আসছে রেমাল, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা, আমফানের থেকে কতটা শক্তিশালী এই ঝড়?
ভয়ঙ্কর! ধেয়ে আসছে রেমাল, ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা, আমফানের থেকে কতটা শক্তিশালী এই ঝড়?
17

Image Credit : Getty
ধেয়ে আসছে রেমাল!
সাইক্লোন রেমাল-এর আসার খবর হয়েছিল দিন কয়েক আগেই। তবে ঠিক কতটা গতিবেগে এই ঝড় আসতে পারে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
27
Image Credit : Freepik
ধেয়ে আসছে রেমাল!
ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে এই ঘূর্ণাবর্ত। আগামী ২০ মে এটি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হবে বলা জানিয়েছে হাওয়া অফিস।
37
Image Credit : Freepik
ধেয়ে আসছে রেমাল!
ঠিক কোন দিকে গতিপথ হবে রেমালের সেটাও স্পষ্ট হবে ২০ মে নাগাদ।
47
Image Credit : our own
ধেয়ে আসছে রেমাল!
এরপর ২৪ তারিখ নাগাদ অতি শক্তিশালী সাইক্লোনের আকার নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল।
57
Image Credit : social media
ধেয়ে আসছে রেমাল!
তবে ঠিক কত গতিবেগ হতে পারে রেমালের?
67
Image Credit : Viral
ধেয়ে আসছে রেমাল!
আবহাওয়া দফতর অনুযায়ী জানা গিয়েছে ১০০ থেকে ১১০ কিমি বেগে আছড়ে পড়তে পারে এই ঝড়।
77
Image Credit : google
ধেয়ে আসছে রেমাল!
মূলত আমফানের থেকে এর শক্তি বেশ অনেকটা কম হবে বলেই অনুমান করা যাচ্ছে। তবে ২০ তারিখের আগে এর শক্তি সম্পর্কে সেরকম কোনও ধারণা করা যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
Latest Videos