- Home
- West Bengal
- West Bengal News
- DA মামলার লম্বা শুনানি সুপ্রিম কোর্টে! ৩ কারণে মহার্ঘ ভাতা নিয়ে আশা বাড়ছে সরকারি কর্মীদের
DA মামলার লম্বা শুনানি সুপ্রিম কোর্টে! ৩ কারণে মহার্ঘ ভাতা নিয়ে আশা বাড়ছে সরকারি কর্মীদের
এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে প্রতীক্ষা শেষ। তৈরি হয়েছে বেঞ্চ। যার কারণে ডিএ মামলার টানা শুনানি নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা।

প্রতীক্ষা শেষ
এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়ে প্রতীক্ষা শেষ। তৈরি হয়েছে বেঞ্চ। যার কারণে ডিএ মামলার টানা শুনানি নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী সোমবার,১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে হতে চলেছে ডিএ মামলার শুনানি। এবার টানা শুনানি হবে বলেও আশা করছেন রাজ্যের সরকারি কর্মীরা।
শুনানির সম্ভাবনা প্রবল!
রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীরা ডিএ মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছেন। দীর্ঘ দিন ধরেই সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। নানা কারণে একাধিকবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। তাই এবার রাজ্যে সরকারি কর্মীরা মনেপ্রাণে চাইছেন ডিএ মামলার শুনানি যেন টানা হয়। দ্রুত ডিএ মামলার নিষ্পত্তি হোক- এমনটাই দাবি রাজ্যের সরকারি কর্মীদের।
শুনানির বেঞ্চ
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। প্রধান বিচারপতি ও পাঁচ বিচারপতির একটি বেঞ্চও উপস্থিত থাকবে বলে জানা যাাচ্ছে। যা এই মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে বলেও মনে করছেন আইনবিশেষজ্ঞরা।
মামলা পিছাবে না!
আগে একাধিকবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। কিন্তু এবার তেমন হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছে সুপ্রিম কোর্টের একটি সূত্র। কারণ অতীতে সাংবিধানিক বেঞ্চে অন্য়ান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল। এবার সাংবিধানিক বেঞ্চে তেমন কোনও মামলা তালিকাভুক্ত নেই। তাই প্রধানবিচারপতি ও অন্যান্য বিচারপতিরা এই মামলার মন দিতে পারবেন বলেও মনে করছে অনেকে।
রাজ্য সরকারি আইনজীবীদের মামলা
অতীতে অন্য়ান্য মামলা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজ্যের সরকারি আইনজীবীরা ডিএ মামলা অনুপস্থিত থেকেছেন। মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু এবার রাজ্যের সরকারি আইনজীবীদের তেমন কোনও মামলা নেই। রাজ্যের সরকারি আইনজীবীদের হাতে বর্তমানে সবথেকে বড় মামলা হল ভোটার লিস্ট নিবিড় সংশোধন মামলা। কিন্তু সেটির শুনানিও ১ সেপ্টেম্বর নয়, সেই মামলার শুনানি ৮ সেপ্টেম্বর।
মামলায় বাধা নেই!
সবদিক খতিয়ে দেখেই রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন এবার ডিএ মামলার শুনানি আর কোনও বাধা নেই। তাই সোমবার পূর্ণ শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। রাজ্য সরকারি কর্মীদের আশা টানা শুনানির পর রায়দান স্থগিত রাখতে পারেন বলেও মনে করেছে রাজ্য়ের সরকারি কর্মীদের একাংশ। মামলা এবার অনেকটাই শোনা হবে- এই ব্যাপারে নিশ্চিত রাজ্য় সরকারি কর্মীরা।

