- Home
- West Bengal
- West Bengal News
- DA: ১০০০০০ টাকারও বেশি বাংলার সরকারি আধিকারিকরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন! আলোচনা নবান্ন থেকে মহাকরণে
DA: ১০০০০০ টাকারও বেশি বাংলার সরকারি আধিকারিকরা বকেয়া মহার্ঘ ভাতা পাবেন! আলোচনা নবান্ন থেকে মহাকরণে
West Bengal DA: সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ১৬ মে থেকে ৬ সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। দিন দশেক কেটে গেলেও এখনও সরকারি কর্মীদের ভাঁড়ার শূন্য। এই পরিস্থিতিতে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে।

সুপ্রিম কোর্টের ডিএ দেওয়ার নির্দেশ
গত ১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপর কেটে গেল ১০ দিন। কিন্ত রাজ্য সরকারি এখনও পর্যন্ত ডিএ নিয়ে কোনও কথাবার্তা বলেনি।
আদালতের নির্দেশ
সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ১৬ মে থেকে ৬ সপ্তাহের মধ্যে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। দিন দশেক কেটে গেলেও এখনও সরকারি কর্মীদের ভাঁড়ার শূন্য।
আলোচনা
ঠিক কত টাকা আর কবে ডিএ দেবে রাজ্য সরকার- এই নিয়ে জোরদার আলোচনা শুরু হয়েছে নবান্ন থেকে মহাকরণ -সর্বত্রই।
হিসেব নিকেশ
ইতিমধ্য়েই সরকারি কর্মীরা আলোচনা শুরু করেছের ডিএর পরিমাণ নিয়ে। রয়েছেন রাজ্য সরকারের আধিকারিকরা। তাতে যা হিসেব হচ্ছে তাতে একেকজনের চোখ চড়কগাছে উঠে গেছে।
বকেয়া ডিএ-র পরিমাণ
হিসেব বলছেন রাজ্য সরকারি আধিকারিকদের বকেয়া ডিএ-র পরিমাণ লক্ষাধিক টাকা বা তারও বেশি। ২০১৫-১৮ সালে সরকারি চাকরি পাওয়া কর্মচারীরা কয়েক হাজার টাকা ডিএ পাবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, তাতে বলা হয়েছে, ২০০৯ সালে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া ‘রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স’ (রোপা) অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।
কারা পাবেন ডিএ
২০০৯ সালে পঞ্চম বেতন কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে ২০১৯ সালে। তাই ২০১৯ সালের পরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পাওয়া কোনও কর্মচারী ওই ২৫ শতাংশ ডিএ পাবেন না। যাঁরা ২০০৯ সাল থেকে বা তার আগে সরকারি কর্মচারী পদে কর্মরত রয়েছেন বা কর্মরত ছিলেন, তাঁরাই ওই ১০ বছরের সময়কালে বকেয়া থাকা ডিএ-র সুবিধা পাবেন। ২০০৯ সালের পরবর্তী ১০ বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরাও সময়কালের ভিত্তিতে ওই বকেয়া ডিএ-র সুবিধা পাবেন।
সবার ডিএ-র পরিমাণ এক নয়
সরকারি নিয়ম অনুযায়ী সকলের ডিএর পরিমাণ এক হবে না। তাই নবান্ন থেকে মহাকরণ সর্বত্রই ডিএ নিয়ে শুরু হয়েছে হিসেবনিকেশ।
অগস্ট মাসে পরবর্তী শুনানি
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি আগামী অগস্ট মাসে। সেই সময় সুপ্রিম কোর্ট আবার নতুন কী নির্দেশ দেয় তার দিকেও তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা
কো অর্ডিনেশন কমিটির বক্তব্য
কো অর্ডিনেশন কমিটির নেত বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে উৎসহ থাকা স্বাভাবিক ঘটনা। দীর্ঘ দিন পরেই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে।
লড়াই চলবে
কো অর্ডিনেশন কমিটির বক্তব্য রাজ্যের সরকারি অল ইন্ডিয়া প্রাই ইনডেক্সের ভিত্তিতেই রাজ্যের সরকারি কর্মীর ডিএ পাবেন। সেটই তাদের অধিকর।
লড়াই চলবে
কো অর্ডিনেশন কমিটি আরও জানিয়েছে, ২০১৯ সলের পর যারা সরকারি কাজে যোগ দিয়েছেন তাদের এখনও ৩৭ শতাংশ ডিএ বাকি রয়েছে। ফলে বকেয়া ডিএ-র ২৫ পেয়ে গেলেও লড়াই কিন্তু এখনই শেষ হচ্ছে না।
আলোচনার কারণ
রাজ্য সরকারি কর্মীদের একজন জানিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের পরেই সুপ্রিম কোর্টের রায় এসেছে তাদের পক্ষে। আর রাজ্য সরকার এখনও কিছু বলেননি। সেই কারণেই ডিএ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

