- Home
- West Bengal
- West Bengal News
- মালদায় না, তাহলে কী সিঙ্গুরে মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ? কী জানালেন বিজেপি নেতা
মালদায় না, তাহলে কী সিঙ্গুরে মোদীর সভায় থাকবেন দিলীপ ঘোষ? কী জানালেন বিজেপি নেতা
মালদায় মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, দল তাঁকে যেমন বলবে তেমনই তিনি করবেন। সিঙ্গুরের সভায় থাকবেন কিনা তারও উত্তর দিয়েছেন তিনি।

বঙ্গে মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের ঠাসা কর্মসূচী নিয়ে বঙ্গে আসছেন। আজ মালদায় বন্দে ভারত -সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। পরের দিন অর্থাৎ রবিবার তাঁর সিঙ্গুরে সভা করার কথা। ইতিমধ্যেই টাটাদের পরিত্যক্ত জমির মাঠেই সভার প্রস্তুতি শুরু হয়েছে কিন্তু সিঙ্গুরে মোদীর সভায় কি থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে।
দিলীপ ঘোষের বক্তব্য
মালদায় মোদীর সভায় তিনি উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি নেতা দিলীপ ঘোষ স্পষ্ট করে জানিয়ে দেন, দল তাঁকে যেমন বলবে তেমনই তিনি করবেন। দল জানিয়ে দেয় কোথায় কাদের যেতে হবে। অর্থাৎ দিলীপ ঘোষের মালদা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
সিঙ্গুরের সভা কী থাকবেন দিলীপ?
শনিবার সকালে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ বলেছেন, ' সব নেতারা সব জায়গায় যা না। পার্টি ঠিক করে দেয় কে কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয় তিনি সেখানেই যান। ' তারপরই তিনি সিঙ্গুরের সভা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, 'এখনও পর্যন্ত ঠিক নেই! যাদের যাদের বলবেন তারা যাবেন। '
সিঙ্গুরে শিল্প ফিরবে?
প্রধানমন্ত্রী এলে কি সিঙ্গুরে শিল্প আসবে? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, 'একটাই মানুষ রয়েছেন, নরেন্দ্র মোদী, যার ওপর মানুষের ভরসা রয়েছে। কিছু একটা হবে আমরাও আশা করি। । সারা ভারতবর্ষে আমরা দেখেছি, এই ধরনের কাজগুলি করে দেখিয়েছেন। সিঙ্গুরে শিল্পও হল না, কৃষিও হল না। এখন জঙ্গল হয়ে পড়ে আছে। উর্বর জমি কোথাও কাশবন।'
মিঠেকড়া দিলীপ
এদিন অবশ্য বেলডাঙা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইস্যুতে রীতিমত সরব দিলীপ ঘোষ। তিনি রাজ্য সরকারের সঙ্গে রাজ্য পুলিশেরও তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট করে বলেন, সংখ্যালঘু ভোট নিশ্চিত করতেই বেলডাঙার ঘটনা।

