- Home
- West Bengal
- West Bengal News
- ছুটির দিনে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, এক ঝলকে দেখুন সম্পূর্ণ তালিকা
ছুটির দিনে হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, এক ঝলকে দেখুন সম্পূর্ণ তালিকা
Train Cancel News: মাসের শেষে ফের যাত্রী ভোগান্তি। ছুটির দিনে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে মিলবে না একাধিক লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু কেন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ফের ট্রেন বাতিল
মাসের শেষে ফের ট্রেন বাতিল। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে (Howrah Division) পরিকাঠামো রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েক দিন ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। লাইনের জরুরি মেরামতি ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
কোন রুটে বাতিল ট্রেন?
এর ফলে এই ডিভিশনের আওতাধীন বেশ কিছু লোকাল এবং দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। কিছু ট্রেন বাতিল হতে পারে, আবার কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত বা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এবং সকল যাত্রীকে যাত্রা শুরুর আগে ট্রেনের সঠিক সময় জেনে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
কোন-কোন ট্রেন বাতিল থাকবে?
ইঞ্জিনিয়ারিং (Engineering), ওভার হেড ইকুইপমেন্ট (Over Head Equipment - OHE) এবং সিগনাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৩০.১১.২০২৫ অর্থাৎ রবিবার হাওড়া শাখার একটি ব্লক (Block) নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলস্বরূপ, সংশ্লিষ্ট কাজের জন্য একাধিক রূটে ট্রেন পরিষেবা পরিবর্তন করা হয়েছে।
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া স্টেশন (Howrah Station) থেকে: হাওড়া থেকে চলাচলের জন্য চারটি ট্রেনের নম্বর ঘোষণা করা হয়েছে। ট্রেনগুলি হল: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩ এবং ৩৬৮২৩।
ব্যান্ডেল স্টেশন (Bandel Station) থেকে: ব্যান্ডেল স্টেশন থেকে যে ট্রেনটি ছাড়বে, সেটির নম্বর হল: ৩৭২৪৬।
বর্ধমান স্টেশন (Barddhaman Station) থেকে: বর্ধমান থেকে যাত্রীদের জন্য উপলব্ধ হবে ৩৬৮৩৪ নম্বর ট্রেনটি।
শেওড়াফুলি স্টেশন (Seoraphuli Station) থেকে: শেওড়াফুলি স্টেশন থেকে চলাচল করবে ৩৭০৫৬ নম্বর ট্রেন।
আরামবাগ স্টেশন (Arambagh Station) থেকে: আরামবাগ থেকে দুটি ট্রেনের নম্বর ঘোষণা করা হয়েছে। এগুলি হল: ৩৭৩৬৪ এবং ৩৭৩৯৬।
রেল সূত্রে খবর, এই ট্রেনগুলি সময়সূচি মেনে চললে নিত্যযাত্রীদের সুবিধা হবে এবং স্বাভাবিক পরিষেবা বজায় থাকবে। যাত্রীদের বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
ট্রেন চলাচল সংক্রান্ত জরুরি ঘোষণা
ট্রেন চলাচল সংক্রান্ত জরুরি ঘোষণা। রেল সূত্রে খবর ৩০ নভেম্বর অর্থাৎ রবিবার একটি ট্রেনের গন্তব্য পরিবর্তন করা হয়েছে। ৩৭৩৬৫ হাওড়া – আরামবাগ লোকাল ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্য আরামবাগ পর্যন্ত না গিয়ে তারকেশ্বর স্টেশনেই যাত্রা শেষ করবে। এটি হবে ট্রেনটির সংক্ষিপ্ত সমাপ্তি (Short Termination)।

