সংক্ষিপ্ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে বেশ কিছু প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি রাজনৈতিক পদক্ষেপও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার তারই সাক্ষী থাকল আলিপুরদুয়ার।
গত বছর লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় নাম না থাকার পর থেকেই বেসুরো ছিলেন। একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন, দলবদল করবেন। বৃহস্পতিবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পথ প্রশস্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনিতে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় যোগ দেন। মঞ্চেই হাসিমুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন জন। ফলে তাঁর দলবদল নিয়ে রাজনৈতিক মহলে আর কোনও সংশয় নেই। এখন শুধু সরকারিভাবে জনের শাসক দলে যোগ দেওয়ার অপেক্ষা। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই আনুষ্ঠানিকভাবে দলবদল করতে পারেন জন।
জনের দলবদলের ইঙ্গিতে কী প্রতিক্রিয়া বিজেপি-র?
জনের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ইঙ্গিত স্পষ্ট হওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘যাঁর যে রাজনৈতিক দল করার ইচ্ছা, সেটি তিনি করতে পারেন। কেউ বাধা দিতে পারে না। এই মুহূর্তে কিছু বলার নেই। উনি কী সিদ্ধান্ত নিচ্ছেন, তা দেখে যা বলার বলব।’ কিন্তু বিজেপি সূত্রে খবর, জন যে দলবদল করবেন, তা কয়েক মাস আগেই ঠিক হয়ে গিয়েছিল। তাঁর গতিবিধি বোঝা যাচ্ছিল। এই কারণে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর সভায় জনের যোগ দেওয়া নিয়ে বিস্মিত নয় রাজ্য বিজেপি নেতৃত্ব।
দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রীর সভায় জন
স্ত্রীর চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন জন। সেখান থেকে ফিরে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের আমন্ত্রণেই সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিয়েছেন। জন বলেছেন, ‘যদি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ মেলে, তা হলে অবশ্যই ওঁর সঙ্গে কাজ করব।’ বৃহস্পতিবার সেই 'আশীর্বাদ' পেয়ে গেলেন তিনি। ফলে এখন তাঁর দলবদল শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের আশা, জনের দলবদল ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চা বাগান অঞ্চলে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে পারেন জন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ভোট পরবর্তী হিংসায় ঘর ছেড়েছে BJP কর্মীরা', দার্জিলিংয়ে রাজ্য়পালের সাক্ষাত জন বার্লার