Crime News: ডাইনি সন্দেহে কুসংস্কারের বলি আদিবাসী বৃদ্ধা। কোথায় ঘটল এমন নৃশংস ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Crime News: আদিবাসী বৃদ্ধাকে খুনের অভিযোগ। ৪ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার মেমারি থানার পুলিশের। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা এলাকার দেবীপুর অঞ্চলের গৌরীপুর ঝাপানতলা গ্রামে কুসংস্কারের বলি হন এক ৭৫ বছরের আদিবাসী বৃদ্ধা। শুক্রবার ভোররাতে গ্রামের চার যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে ডাইনি সন্দেহে ওই বৃদ্ধাকে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়ার। তবে এই ব্যাপারে পুলিশের তরফে কিছু জানানো হয়নি। মৃতার নাম লক্ষ্মী হেমরম(৭৫)।
ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস-সহ বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করে চার যুবককে।
ধৃতরা হল—সুজন হাজদা, সন্দীপ হেমরম (২৬), বিনয় মুর্মু (৩২) ও সেবা হাজদা (২৬)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে সুজন হাজদার পুরনো রাগ ছিল ওই বৃদ্ধার প্রতি। মদ্যপ অবস্থায় কুসংস্কারে বশবর্তী হয়ে তাঁরা ডাইনি সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে লক্ষ্মী হেমব্রমকে খুন করে। এরপর দেহ লোপাট করতে বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরের একটি পানা পুকুরে ফেলে দেয়।
অভিযুক্তরা পুলিশের কাছে খুনের ঘটনা স্বীকার করেছে। খুনের মাত্র চার ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মানুষ। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান, “ আজ সকাল সাতটায় মেমারি থানায় একটা খবর আসে যে মেমারির ঝাপানতলা এলাকা রয়েছে সেখানে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ওনাকে তার বাড়িতে পাওয়া যাচ্ছে না। খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে পৌঁছায় এবং মেমারি থানার ওসি নিজেও ভিজিট করেন। পরে বৃদ্ধার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ টলেন দের নামার পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে। পরে আমাদের ফিজিকাল সোর্স টেকনিক্যাল পার্ট কাজে লাগিয়ে আমরা জানতে পারি ওই বৃদ্ধার যে আগের প্রতিবেশী ছিল সুজন হাস দা তার এই বৃদ্ধার প্রতি একটা রাগ ছিল। তদন্ত নেমে আমরা সুজনকে খুঁজে বের করি।''
‘’পরে সুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে সুজন বলে বৃহস্পতিবার রাতে এবং তার সাথে আরো তিনজন ছিল। তারা চারজনের ড্রিল করে এবং পরে যিনি মারা গেছেন লক্ষী হেমরমের বাড়ি যায়। পুকুরের পাড়ে নিয়ে গিয়ে ক্রাইমটি করে তারা। আমরা ফরেনসিক টিমকে খবর দিয়েছি খুব তাড়াতাড়ি ফরেনসিক টিম সেখানে পৌঁছে যাবে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে প্রাথমিক স্তরে তদন্ত চলছে তদন্ত আরও এগুলে বিস্তারিত জানা যাবে"।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


