- Home
- West Bengal
- West Bengal News
- Ganga Sagar Mela: গঙ্গাসাগর মেলায় নজর রাখবে ISRO, নিরাপত্তা জোরদার করতে নেওয়া হল কী কী পদক্ষেপ
Ganga Sagar Mela: গঙ্গাসাগর মেলায় নজর রাখবে ISRO, নিরাপত্তা জোরদার করতে নেওয়া হল কী কী পদক্ষেপ
আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-এর প্রস্তুতি তুঙ্গে, যেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রথমবারের মতো ইসরোর নাভিক প্রযুক্তি ব্যবহার করা হবে। উন্নত পরিবহন, ১২০০-র বেশি সিসিটিভি, ড্রোন ট্র্যাকিং এবং হাজার হাজার স্বেচ্ছাসেবক সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

হাতেগোনা মাত্র কদিন। তারপরই শুরু হবে গঙ্গাসাগর মেলা ২০২৬। আসন্ন এই মেলা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মেলাকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রেখে কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হচ্ছে গঙ্গাসাগরষ চলছে মাইকিং থেকে শুরু করে পেট্রোলিং। তবে, এবারের মেলা অন্যান্য বছরের থেকে বেশ আলাদা। কারণ এবার মেলার ওপর নজর রাখবে ISRO।
দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন শুরু হতে চলা গঙ্গাসাগর মেলায় ভিড় ট্র্যাক এবং পর্যবেক্ষণের জন্য ইসরো বিকাশিত নাভিসি প্রযুক্তি ব্যবহার করবে। সাতটি উপগ্রহ এবং বেস স্টেশনের একটি নেটওয়ার্ক নিয়ে গঠিত ভারতীয় নক্ষত্রমণ্ডল সহ ইসরো নেভিগেশন প্রযুক্তি সঠিক তথ্য এবং সুনির্দিষ্ট সময় দেবে বলে জানা গিয়েছে।
এবার মিলবে উন্নত পরিবহন। ভিড় ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং সাংস্কৃতিক উদ্যোগ থাকবে। মেলার জন্য মোট ২১টি জেটি চালু থাকবে। আট নম্বর লট এবং নামখানা ১০০টি লঞ্চ, ৪৫টি ভেসেল, ১৩টি বার্জ থাকছে। বাবুঘাট থেকে সাগর পর্যন্ত ১৬টি বাফার জোন তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় থেকে ২৫০০টি বাস চলবে।
মেলায় বসবে ১২০০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা। থাকবে রিয়েল টাইম ট্র্যাকিং। ড্রোন ভিত্তিক ট্র্য়াকিং এবং জিপিএস নির্দেশিত মেশিন থাকবে। থাকবে থার্মল-ইমেজিং ড্রোন।
ভিড় নিয়ন্ত্রণ করতে ৫৪ কিলোমিটার এলাকা ব্যারিকেড করা থাকবে। ১০ হাজার সিভিক ভলেন্টিয়ার-সহ ১৫-টি এনজিও ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করবে। সঙ্গে স্বাস্থ্য সহায়তা প্রদান করবে।

