- Home
- West Bengal
- West Bengal News
- ৭ রাজ্যে বৃষ্টির সতর্কতা, শৈত্যপ্রবাহ কোন কোন রাজ্যে? কেমন থাকবে বাংলার আবহাওয়া?
৭ রাজ্যে বৃষ্টির সতর্কতা, শৈত্যপ্রবাহ কোন কোন রাজ্যে? কেমন থাকবে বাংলার আবহাওয়া?
ডিসেম্বর শেষ হতে চললেও বাংলায় শীতের দেখা নেই, বরং তাপমাত্রা সামান্য বেড়েছে। দুটি পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতে শৈত্যপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাংলায় আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে।

ডিসেম্বর শেষ হতে আর ১০-১১ দিন বাকি। এখনও দেখা নেই শীতের। নভেম্বর শেষ এবং ডিসেম্বরের শুরুর দিকে শীতের আমেজ থাকলেও এখন উধাও সেই আমেজ। লুকোচুরি খেলা করছে শীত। এখনও সেভাবে দেখা নেই শীতের।
চলতি সপ্তাহে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টায় তা বেড়ে হয়েছে ১৬.৭ ডিগ্রি। রাতারাতি এভাবে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস বাড়ায় হতাশ বাংলার মানুষ। এখন প্রশ্ন হল কবে পড়বে শীত?
জানা গিয়েছে, সরা দেশর আবহাওয়ার দ্রুত বদল হহে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টায় অনেক রাজ্যের জন্য বড় হুঁশিয়ারি দিয়েছে হাওয়া অফিস। জানা গিয়েছে, ১৮ থেকে ২২ ডিসেম্বর হবে বৃষ্টি। তেমনই তীব্র বাতাস, শৈত্যপ্রবাহ ও তুষারপাতের আশঙ্কা আছে।
চলতি বছরে অনেক রাজ্যেই রেকর্ড করা বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। নদী, পুকুর ও বাঁধ কানায় কানায় ভরে গিয়েছে। এবার শোনা যাচ্ছে ফের হবে বৃষ্টি। দুটি পশ্চিমা ঝঞ্ঝা পর পর দেশে প্রবেশ করবে। প্রথমটি ১৮ এবং দ্বিতীয়টি ২০ ডিসেম্বর সক্রিয় হবে। যার জেরে উত্তর ভারতও পাহাড়ি রাজ্যে হবে বৃষ্টি। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। সমতল ঠান্ডার বাতাসের কারণে কমবে তাপমাত্রা।
এদিকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কদিন শুষ্ক থাকবে আবহাওয়া। তবে, তাপমাত্রার তেমন পতনের খবর নেই। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আপতত শহরে নেই বৃষ্টির সম্ভাবনা। তবে বাড়তে পারে কুয়ারা। তার জেরে আগেই সতর্ক করা হয়ে রাজ্যবাসীকে।

