- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা, বাংলায় ধেয়ে আসছে দুর্যোগ? রইল আবহাওয়ার আপডেট
জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, সেই সঙ্গে শিলাবৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ক্রমে বাড়ছে রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। বাংলার উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও এড়ানো যাচ্ছে না বলে খবর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আন্দামান সাগরের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত।
এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী দু দিনের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত আসতে পারে।
মঙ্গলবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
একটি অক্ষরেখা বিহার থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত। যেটি ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড়ের ওপর দিয়ে গিয়েছে।
অন্যটি অক্ষরেখা মারাঠাওয়াড়া থেকে তামিলানাড়ু পর্যন্ত বিস্তৃত যেটি কর্নাটকের ওপর দিয়ে গিয়েছে।
জোড়া ঘূর্ণাূবর্তের প্রভাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওড়া বইবে। ঝাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে হতে ঝড় বইতে পারে।
বুধবারে দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর সব পশ্চিমের বেশ কয়টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
বৃহস্পতি ও শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী ২দিন তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমবে তাপমাত্রা। সব মিলিয়ে স্বস্তি পেতে পারেন চলতি সপ্তাহে।

