- Home
- West Bengal
- West Bengal News
- তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ঝেঁপে আসছে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ঝেঁপে আসছে বৃষ্টি, জেনে নিন ভিজবে কোন কোন জেলা
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প প্রবেশ করায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ।

সকাল থেকে মেঘলা আকাশ। নেই গরমের দেই দাবদাহ পরিস্থিতি। এরই মাঝে আজ হতে পারে বৃষ্টি।
তীব্র দহন থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আজ শনিবার ভাসতে পারে গোটা বঙ্গ।
আলিপুর হাওয়া অফিসে রিপোর্ট অনুসারে, সীমান্ত সংলগ্ল বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবাত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে।
স্থলভাগে জলীয় বাষ্প ঢোকায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গেল জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজও।
দক্ষিণের সব জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের সতর্কতা এবং ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে বৃষ্টি। আজ ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা।
সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে বৃষ্টির পরিমাণ। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
আজ কলকাতা শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়ালের মধ্যে।
সব মিলিয়ে আজ কমতে পারে গরমের দাবদাহ। আজ হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে প্রবল।

