- Home
- West Bengal
- West Bengal News
- কাটেনি দুর্যোগ, সপ্তাহ জুড়ে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?
কাটেনি দুর্যোগ, সপ্তাহ জুড়ে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আজকের আবহাওয়া?
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, দুর্যোগ এখনও কাটেনি এবং আজও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টানা বেশ কিছুদিন ধরে চলছে বৃষ্টি। নিম্নচাপের কারণে চলছে ঝড়-বৃষ্টি। এখনও কাটেনি দুর্যোগ এমনই জানাল হাওয়া অফিস। আজও দক্ষিণের জেলাগুলোতে আছে বৃষ্টির সম্ভাবনা। এক ঝলকে দেখে নিন আজ কেমন থাকবে আবহাওয়া।
সোমবার সকাল থেকে কলকতা-সহ দক্ষিণের জেলাগুলোতে ছিল রোদ ঝলমলে। তবে আবহাবিদরা জানাচ্ছে, এই পরিবর্তন সাময়িক। সোমবার বঙ্গোপসাগরের উত্তর দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা তাঁরা আগেই জানিয়েছিলেন। ফলে ফের হবে বৃষ্টিয
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ টি জেলার প্রায় হতে পারে বৃষ্টি। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া। সে কারণে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস। ফের বাড়বে বৃষ্টি।
প্রসঙ্গত, হাওয়া অফিস অবশ্য ১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিয়মিত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ২৮ অগাস্ট ভারী বৃষ্টি হলে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
জানা যাচ্ছে, ২৯ অগস্টের পর নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সে কারণে বাংলাজুড়ে হবে বৃষ্টি। উত্তরবঙ্গেও এক প্রভাব পড়তে পারে। অগাস্টে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৩৭.৭ মিলিমিটার। আরও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এমনউ জানিয়েছে।

