- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: তিন দিন দুর্যোগের সতর্কতা, টানা বৃষ্টিতে ভাসবে বাংলা, ভারী বর্ষণ কোন কোন জেলায়?
Weather Update: তিন দিন দুর্যোগের সতর্কতা, টানা বৃষ্টিতে ভাসবে বাংলা, ভারী বর্ষণ কোন কোন জেলায়?
উত্তর বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। টানা কদিন ধরে চলছে বৃষ্টি। মাঝে সামান্য কদিনের স্বস্তি মিললেও ফের শুরু হয়েছে বৃষ্টি। ফের দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি। যার প্রভাবে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। এমনই খবর হাওয়া অফিস সবত্রে। উত্তাল হবে সমুদ্র।
জানা গিয়েছে, নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন এলাকায়। এদিকে মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয় ভাবে। যে কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। আর এর জেরে ভাসবে দক্ষিণবঙ্গ।
শুক্রবার ও শনিবারে বাড়বে বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বাইবে। পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। ভাসবে কলকাতাও। তবে আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। সোমাবার পর্যন্ত চলবে বৃষ্টি। সমুদ্র উত্তাল থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
এরই অবস্থা উত্তরবঙ্গেও। সেখানে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার ওপরের দিকে জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিতে হবে ভারী বৃষ্টি।
সপ্তাহান্তে উত্তাল থাকবে সমুদ্রও। হাওয়ার গতি পৌঁছে যেতে পারে ঘন্টায় ৫৫ কিমি। ফলে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গের উপকূলে শনি ও রবিবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া। বৃহস্পতিবার কালকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম।

