- Home
- West Bengal
- West Bengal News
- ঘূর্ণিঝড়ের জের! ইলিশের দাম পড়ল ৫০ টাকায়? গঙ্গার জালে ধরা পড়ল কেজি কেজি ইলিশ
ঘূর্ণিঝড়ের জের! ইলিশের দাম পড়ল ৫০ টাকায়? গঙ্গার জালে ধরা পড়ল কেজি কেজি ইলিশ
- FB
- TW
- Linkdin
ঘূর্ণিঝড়ের জেরে একেবারে হাতের নাগালে চলে এল ইলিশ। দাম কমল হুড়মুড়িয়ে। বাজারে ছেয়ে গেল ইলিশ মাছ।
গঙ্গায় ধরা পড়ল কেজি কেজি ইলিশ। ইলিশের দাম নেমে গেল প্রায় ২০০ টাকা কেজিতে।
মুর্শিদাবাদের বাজারে এখন মিলছে হাতের নাগালে ইলিশ মাছ। গঙ্গায় ইলিশ ফেরায় অত্যন্ত খুশি মৎসজীবীরাও।
মুর্শিদাবাদে বেশ কয়েক দশক ধরেই কমে আসছিল ইলিশ মাছ। যার ফলে কমে গিয়েছিল উপার্জনও। কিন্তু দিন কয়েক ধরে গঙ্গায় ধরা পড়ল কুইন্টাল কুইন্টাল ইলিশ মাছ।
ফারাক্কা থেকে জলঙ্গী পর্যন্ত সর্বত্র জালে পড়েছে ইলিশের ঝাঁক। আর তাতেই খুশির মেজাজ বয়ে গিয়েছে মৎসজীবীদের মনে।
মুর্শিদাবাদের বিভিন্ন বাজারে আসতে শুরু করেছে গঙ্গার ইলিশ। আর স্থানীয় ইলিশ বাজারে ঢুকতেই হুহু করে দাম পড়ছে ইলিশের। ইলিশের দাম নেমেছে ২০০ টাকা প্রতি কেজিতে।
বাজারে ৭০০-৮০০ গ্রামের ইলিশও পাওয়া যাচ্ছে অতি সহজে। তাই খুশির মেজাজে রয়েছেন ইলিশ প্রেমীরাও।