সংক্ষিপ্ত

দীর্ঘদিন ধরে কাজের জন্য ভিনরাজ্যে থাকেন তাঁর স্বামী । স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে স্থানীয় বাসিন্দারা এক যুবককে বেরতে দেখেন মহিলার ঘর থেকে। লোকের মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

স্বামী বাইরে থাকেন সেই সুযোগে গৃহবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে, এমনই অভিযোগ তুলে গৃহবধূকে নিগ্রহ। প্রতিবেশীদের হাতে লাঞ্ছিত হয়ে ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকায়। ওই ঘটনায় লিখিত অভিযোগ থানায় দায়ের না হলেও স্বতঃপ্রণোদিত ভাবে তৎপর হয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ি হাওড়ার শ্যামপুর এলাকায়। দীর্ঘদিন ধরে কাজের জন্য ভিনরাজ্যে থাকেন তাঁর স্বামী । স্থানীয় সূত্রে খবর, দিন কয়েক আগে স্থানীয় বাসিন্দারা এক যুবককে বেরতে দেখেন মহিলার ঘর থেকে। লোকের মুখে মুখে সেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই উত্তেজিত হয়ে এলাকার মানুষ বিদ্যুতের খুঁটিতে বেঁধে মহিলা ও ওই যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গোটা ঘটনার ভিডিও করে ফেলেন উপস্থিত অনেক জনতা। সেই ভিডিও পরবর্তীতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ভাইরাল হতেই চর্চা শুরু হয়ে যায়। সেই লজ্জায় অপমানে ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিবেশীদের কয়েক জনের দাবি, স্বামী বাড়িতে না-থাকার সুযোগে ওই গৃহবধূ জড়িয়ে পড়েছেন পরকীয়া সম্পর্কে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ, রাতের বেলা ওই বধূর বাড়ি থেকে এক পুরুষকে ধরেন এলাকার কয়েকজন মানুষ । 

অভিযোগ, ওই গৃহবধূ এবং যুবককে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। সেই মুহূর্তের দুজনের ছবি উপস্থিত অনেকেই মোবাইলে ভিডিও ও ছবি করে রাখেন। পরবর্তীতে সেই ছবি সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 'ভাইরাল' হওয়া ওই ভিডিও দেখে শুরু হয় চর্চা । বিষয়টি নিয়ে এমন জায়গায় পৌঁছে যায় যে শনিবার ওই বধূ সেই অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে দাবি তোলে পরিবার। খবর পৌঁছে যায় শ্যামপুর থানায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও এ বিষয়ে শ্যামপুর থানায় কোন লিখিত অভিযোগ দায়ের না হলেও ঠিক কী ঘটনা ঘটেছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা, ওই বধূ অপমানে আত্মঘাতী হয়েছেন। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।