মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে সামান্য বচসা হয়েছিল। রাতে প্রায় ৮টা নাগাদ শৌচকর্মের কথা বলে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। দীর্ঘক্ষণ পরও তিনি ফিরে না আসায়, স্বামী শৌচালয়ে দেখতে যান। শীতলকুচিতে এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে।
রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন স্ত্রী। বাথরুম থেকে প্রতিবেশীদের বাড়ি, হন্যে হয়ে মঙ্গলবার রাত থেকে স্ত্রীকে খুঁজে চলেছেন স্বামী। স্ত্রীকে কোথাও না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকার।
কোচবিহারের শীতলকুচিতে এই রহস্যময় নিখোঁজের ঘটনা ঘিরে একেবারে শোরগোল পড়ে গেছে। গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা এক গৃহবধূ মঙ্গলবার রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। শৌচকর্মের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। ঘটনার পর থেকে তার স্বামী শহিদুল মিয়া হন্যে হয়ে স্ত্রীর খোঁজ করছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিষয় নিয়ে সামান্য বচসা হয়েছিল। রাতে প্রায় ৮টা নাগাদ শৌচকর্মের কথা বলে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। দীর্ঘক্ষণ পরও তিনি ফিরে না আসায়, স্বামী শৌচালয়ে গিয়ে দেখেন সেখানে নেই তার স্ত্রী। মাথায় নানা চিন্তা ঘুতেই স্বামী হন্য হয়ে খুঁজতে থাকেন স্ত্রীকে। আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত শীতলকুচি থানার দ্বারস্থ হন শহিদুল মিয়া। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্ত্রীর কোনো খোঁজ না মেলায় তিনি বুধবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শহিদুল মিয়ার বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার তাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। রাতে শৌচকর্মের জন্য বাইরে যাওয়ার পর থেকেই তার স্ত্রী নিখোঁজ। তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন, কিন্তু কোথাও তার সন্ধান পাননি। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় উদ্বিগ্ন। তাদের দাবি, ওই গৃহবধূকে দ্রুত খুঁজে বের করার জন্য পুলিশকে তৎপর হতে হবে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ডায়েরি পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে। ওই গৃহবধূর সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, তার নিখোঁজ হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


